শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

এসি সাদা রঙের হয় কেন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০২৩, ০১:২৩ পিএম

শেয়ার করুন:

এসি সাদা রঙের হয় কেন?

দিনে দিনে বাড়ছে গরম। যাদের স্বামর্থ্য আছে তারা গরমে স্বস্তি পেতে বাসা-বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি লাগান। এই যন্ত্র এখন আর বিলাসিতা নয়, কাজেরও বটে। খেয়াল করলে দেখবেন বেশিরভাগ এসির রঙ সাদা। আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, এসির রঙ কেন সাদা হয়? এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ। 

আরও পড়ুন: এটিএম বুথে সব সময় এসি চলে কেন?


বিজ্ঞাপন


acবেশিরভাগ এসির রঙই সাদা হয়। কিন্তু এর কারণ কী জানেন? আসলে সাদা রঙ হিট রিফ্লেক্ট করে।

আরও পড়ুন: এসি চালু অবস্থায় সিলিং ফ্যান চালানো কি ঠিক?

acএসির ইনডোর ইউনিট বিভিন্ন রঙের হলেও, আউটডোর ইউনিট সাদা হয়। ফলে এসির ভেতরের কম্প্রেসার সহজে গরম হয় না। এতে এসির আউটডোর ইউনিট দীর্ঘদিন ভালো থাকে। বিদ্যুৎ বিলও কম আসে। 

আরও পড়ুন:  এসি কেনার আগে যে ৬ বিষয় খেয়াল রাখবেন


বিজ্ঞাপন


acসাদা রঙ ছাড়াও কিছু কিছু এসি ঘিয়া রঙেরও হয়। তবে বেশিরভাগ এসির রঙ সাদাই। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর