বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ঢাকা

এসির পানি ফেলে না দিয়ে কী কী কাজে লাগানো যায়?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৩, ১০:৩৯ এএম

শেয়ার করুন:

এসির পানি ফেলে না দিয়ে কী কী কাজে লাগানো যায়?

শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি চালু থাকলে পানি বের হয়। এই পানি সবাই ফেলে দেন। তেমন কোনো কাজেও লাগে না। অথচ এসির পানি ফেলে না দিয়ে ব্যবহার করা যায়।  

এসির পানি কাজে লাগানোর কৌশলটা জানা থাকলে  এই পানি কাজে লাগানো যায়।


বিজ্ঞাপন


ac waterএসির পানি কি খাওয়া যায়?

এসি থেকে খুব অল্প পরিমাণেই পানি বের হয়। তবে এই গরমের তীব্র দাবদাহে আপনার বাড়ির এসিটা যে পরিমাণ চলে, তাতে একটা বালতি তো আরামসে ভর্তি হয়ে যেতে পারে। তাও যদি উপচে পড়ে, তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু এসি থেকে যে পরিমাণ পানি জমছে, তা কি আপনি ফেলে দেন? তাহলে বিরাট ভুল করছেন। এমনকি এই পানি প্রক্রিয়া করে খাওয়াও যায়। 

এসির পানি কী কাজে লাগে?

পৃথিবীর তাপমাত্রা দিনের পর দিন বাড়ছে। ফলে এসি আর বিলাসিতা নয়, প্রয়োজন। যদিও এয়ার কন্ডিশনার আমাদের পরিবেশের জন্য খুব ক্ষতিকারক ঠিকই। কিন্তু গরমে প্রশান্তি পেতে এসি ছাড়া আর কে-ই বা দিতে পারে। আর গরম যত বাড়বে, ততই আপনার বাড়িতে এসি চলবে বেশি করে। তাই, পানিও এসি থেকে বেশ ভালো পরিমাণে বের হবে। সেই পানি যদি আপনি সঠিক ভাবে ব্যবহার করেন, তাহলে অনেক কিছুই করতে পারবেন।


বিজ্ঞাপন


ac waterএসির পানি ব্যবহারের উপায়

অনেকেই আছেন, যারা এসির পানি ড্রেনে ফেলে দেন। কিন্তু পানি ফেলে না দিয়ে পুনরায় ব্যবহার করা উচিত। কিন্তু পৃথিবীতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। তাই পানি ফেলে না দিয়ে ব্যবহারের ‍উপায় খোঁজা উচিত। 

কাপড় কাচতে পারেন 

এসির পানি দিয়ে আপনি কাপড় কাচতে পারেন। এসির যে নল দিয়ে পানি পড়ে তার নিচে একটি বালতি রেখে দিন। সেই বালতির পানি ফেলে না দিয়ে আপনি কাপড় কাচুন। তাতে আপনার পাম্পের পানি বা কলের পানিও যেমন বাঁচতে পারে, তেমনই আবার আপনাকে যদি পানি সংগ্রহের জন্য কসরত করতে হয়, তা-ও আর করতে হবে না।

গাছের পরিচর্যা করতে পারেন

এসি থেকে বের হওয়া পানি আপনি ড্রেনে ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন আপনার গাছ পরিচর্যার জন্য। এই পানি যথেষ্ট পরিষ্কার। তাই তা যদি আপনি গাছে দেন, তাহলে গাছের কোনও ক্ষতি হবে না। ফলে, আপনাকে গাছে দেওয়ার জন্য আর আলাদা করে কল থেকে পানি ভরতে হবে না। অর্থাৎ কিছুটা হলেও আপনার পাম্পের বা কলের পানি সংরক্ষিত হবে।

ac water

গাড়ি ধুতে পারেন 

আপনার গাড়ি, তা সে চার-চাকাই হোক বা দু-চাকা, সেই গাড়ি ধোয়ার জন্যও আপনি এসির পানি ব্যবহার করতে পারেন। ব্যক্তিগত যানবাহন ধোয়ার জন্য এসির পানির থেকে ভালো আর কিছু হতে পারে না। সপ্তাহে অন্তত একবার করে আপনার গাড়ি ধুতে এসির পানি কাজে লাগাতেই পারেন। এর ফলে আপনি গাড়ি পরিষ্কার করতে যে বাড়তি পানি খরচ করেন, সেটা সংরক্ষিত হবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর