বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

যুক্তরাষ্ট্রে টাকার বিনিময়ে ব্লু টিক দিচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রাম

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩, ০১:৪৬ পিএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রে টাকার বিনিময়ে ব্লু টিক দিচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রাম

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা মার্কিন যুক্তরাষ্ট্রে টাকার বিনিময়ে ব্লু টিক দেওয়ার পরিষেবা শুরু করেছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে দুই মাস পরীক্ষামূলক কার্যক্রমের পর এবার যুক্তরাষ্ট্রে চালু হলো সুবিধাটি।

প্রতি মাসে ওয়েবের ক্ষেত্রে ১১.৯৯ ডলার (এক হাজার ২৬২ টাকা) এবং আইওএস বা অ্যানড্রয়েডের ক্ষেত্রে ১৪.৯৯ ডলার (এক হাজার ৫৭৯টাকা) চার্জ প্রদান করে ব্লু টিক ব্যাজ, অ্যাকাউন্ট যাচাইকরণসহ বিভিন্ন সুরক্ষাসুবিধা পাওয়া যাবে।


বিজ্ঞাপন


যুক্তরাষ্ট্রের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এখন থেকেই সুবিধাটি নিতে পারবে।

আরও পড়ুন: ফেসবুক-ইনস্টাগ্রামে ব্লু টিক মিলবে টাকার বিনিময়ে

meta-bule-tickফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অর্থের বিনিময়ে ব্লু টিকের আবেদন করতে বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং সরকারি পরিচয়পত্র জমা দিতে হবে বলে জানিয়েছে মেটা।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ জানিয়েছিলেন, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য অর্থের বিনিময়ে ব্লু টিক সুবিধা চালুর কার্যক্রম প্রথমে পরীক্ষামূলকভাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চালু করা হবে। পর্যায়ক্রমে আরও দেশে এই সুবিধা চালু করা হবে।


বিজ্ঞাপন


সূত্র: বিবিসি

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর