বিভিন্ন সময় নিজদের ফোন নম্বর প্রয়োজন হয়ে থাকে। বিশেষ করে মোবাইলে টাকা রিচার্জের সময়, কাউকে নিজের নম্বর দেওয়ার সময়, বিভিন্ন আবেদন করার সময়।
নিজেদের নম্বর সাধারণত মনে থাকে অনেকেরই। কিন্তু একাধিক সিম ব্যবহারকারীদের ক্ষেত্রে সব নম্বর মনে রাখা সম্ভব হয় না। আবার সব নম্বর মনে রাখতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়। এছাড়া দীর্ঘদিন সিম বন্ধ থাকলে বা ব্যবহার না করলে ভুলে যাওয়া স্বাভাবিক। এক্ষেত্রে বেশ ঝামেলা পোহাতে হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: নিজের নামে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে জানার উপায়
সিমের নম্বর বের করতে অনেক সময় অন্যের মোবাইলে কল দিয়ে থাকি। কিন্তু এভাবে সব সময় সম্ভব হয় না। এক্ষেত্রে হয়তো ফোনে টাকা থাকে না কিংবা কল দেওয়ার মত আরেকটি মোবাইল থাকে না। অনেকে আবার সেভ করে রাখেন। কিন্তু অনেকক্ষেত্রে তা খুঁজে পাওয়া যায় না কিংবা ডিলিট হয়ে যেতে পারে। তাই এই ঝামেলা এড়িয়ে খুব সহজেই যেকোনো সিম নম্বর বের করতে পারবেন। এক্ষেত্রে খরচ করতে হবে না কোনো টাকা। চলুন জেনে নিই নিজের ফোন নম্বর জানার উপায়।
গ্রামীণফোন
গ্রামীণফোন গ্রাহকরা সিমের নম্বর জানতে *২# ডায়াল করুন। ডায়াল করার পর স্ক্রিনে নম্বরটি দেখতে পাবেন।
বিজ্ঞাপন
গ্রামীণফোনের বিশেষায়িত স্কিটো গ্রাহকরাও একই কোড নম্বর ডায়াল করে সিমের নম্বর জানতে পারবেন।
আরও পড়ুন: সিমের মালিকানা পরিবর্তন করার উপায়
বাংলালিংক
বাংলালিংক সিমের নম্বর জানতে *৫১১*১# ডায়াল করতে হবে।
টেলিটক
রাষ্ট্র মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক। সাধারণত বিভিন্ন সরকারি চাকরির আবেদন ফি জমা দেওয়াসহ অনেক প্রাতিষ্ঠানিক কাজে টেলিটক সিম প্রয়োজন হয়।
এই সিমের নম্বর জানতে ডায়াল করুন *৫৫১#।
আরও পড়ুন: সিম কত দিন বন্ধ থাকলে মালিকানা চলে যায়
রবি
রবি ব্যবহারকারীরা নিজেদের মোবাইল নম্বর দেখতে ডায়াল করতে হবে *১৪০*২*৪#।
এয়ারটেল
এয়ারটেল ২০১৬ সালে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়। তখন এর গ্রাহকরা রবির নেটওয়ার্কের আওতায় চলে আসে। এয়ারটেল ব্যবহারকারীরা তাদের নিজের নাম্বার জানতে ডায়াল করুন *২# অথবা *১২১*৬*৩#।
এমএইচটি