স্মার্টফোন ব্যবহার করার সময় ব্যাটারি খরচ হওয়া স্বাভাবিক। কিন্তু অনেক সময় দেখা যায়, ফোন পকেটে বা টেবিলে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকলেও ব্যাটারি দ্রুত খালি হয়ে যাচ্ছে। একে বলা হয় 'আইডল ব্যাটারি ড্রেন'। আমরা ফোন ব্যবহার না করলেও পর্দার আড়ালে বেশ কিছু কারণ ব্যাটারিকে নিঃশেষ করতে থাকে।
কেন ফোন ব্যবহার না করলেও ব্যাটারি দ্রুত শেষ হয় এবং এর থেকে পরিত্রাণের উপায় কী, তা নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন।
বিজ্ঞাপন
১. দুর্বল নেটওয়ার্ক সিগন্যাল
দুর্বল নেটওয়ার্ক ফোনের ব্যাটারির সবচেয়ে বড় শত্রু। আপনার এলাকায় নেটওয়ার্ক সিগন্যাল দুর্বল হলে বা ঘন ঘন ড্রপ করলে ফোনটি ক্রমাগত নিকটস্থ টাওয়ারের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করে। এই 'নেটওয়ার্ক সার্চিং' প্রক্রিয়ায় ব্যাটারির ওপর প্রচুর চাপ পড়ে এবং চার্জ দ্রুত কমে যায়। এছাড়া ৫জি বা ওয়াই-ফাই নেটওয়ার্ক খোঁজার সময়ও ফোন অতিরিক্ত শক্তি খরচ করে।

২. ব্যাকগ্রাউন্ড অ্যাপ অ্যাক্টিভিটি
বিজ্ঞাপন
আপনার ফোনে থাকা অ্যাপগুলো আপনি ব্যবহার না করলেও সেগুলো পুরোপুরি বন্ধ থাকে না। অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ক্রমাগত ডেটা সিঙ্ক (Sync) করে বা আপডেট খোঁজে। যেমন—ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা জিমেইল। আপনি যখন ফোন ব্যবহার করছেন না, তখনও এই অ্যাপগুলো সচল থাকে এবং ব্যাটারির চার্জ শুষে নেয়। আপনার ফোনে অপ্রয়োজনীয় অ্যাপ থাকলে সেগুলোর 'ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি' সেটিংস থেকে বন্ধ করে দিতে পারেন।
৩. নোটিফিকেশন ও ডিসপ্লে ওয়েক-আপ
ফোন ডেটা বা ওয়াই-ফাইয়ের সাথে সংযুক্ত থাকলে ক্রমাগত বিভিন্ন অ্যাপ থেকে নোটিফিকেশন আসতে থাকে। প্রতিটি নোটিফিকেশন আসার সাথে সাথে ফোনের ডিসপ্লে ১০-১৫ সেকেন্ডের জন্য জ্বলে ওঠে। এভাবে বারবার ডিসপ্লে জ্বলার কারণে উল্লেখযোগ্য পরিমাণ চার্জ শেষ হয়ে যায়। অপ্রয়োজনীয় অ্যাপের নোটিফিকেশন বন্ধ রাখলে এই সমস্যা কমানো সম্ভব।

৪. সফটওয়্যার ও অ্যাপ বাগ
ফোনের অপারেটিং সিস্টেম বা অ্যাপের কোডিংয়ে কোনো ত্রুটি বা 'বাগ' থাকলে তা ব্যাটারির ওপর অতিরিক্ত লোড তৈরি করতে পারে। অনেক সময় পুরোনো ভার্সনের সফটওয়্যার বেশি পাওয়ার খরচ করে। তাই ফোনের পারফরম্যান্স ভালো রাখতে নিয়মিত সফটওয়্যার এবং অ্যাপ আপডেট রাখা জরুরি।

সুরক্ষা টিপস
সপ্তাহে অন্তত একবার ফোনটি রিস্টার্ট করুন।
ব্যবহার না করলে জিপিএস (GPS) বা ব্লুটুথ বন্ধ রাখুন।
আরও পড়ুন: স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে আপনিও কি এই ৭টি ভুল করছেন?
যেসব এলাকায় নেটওয়ার্ক খুব খারাপ, সেখানে প্রয়োজনবোধে অ্যারোপ্লেন মোড ব্যবহার করতে পারেন।
এজেড

