সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে স্ক্রল করার সময় অনেক রিলস (Reels) আমাদের নজর কেড়ে নেয়। অনেক সময় প্রিয় কোনো ভিডিও সরাসরি ফোনে সেভ বা ডাউনলোড করে রাখার প্রয়োজন পড়ে। তবে কপিরাইট ও গোপনীয়তার কারণে ইনস্টাগ্রাম সাধারণত অন্য কারও রিলস সরাসরি গ্যালারিতে ডাউনলোডের সুযোগ দেয় না।
কিছু আইনি এবং প্ল্যাটফর্ম-অনুমোদিত পদ্ধতি অনুসরণ করে আপনি পছন্দের রিলটি নিজের সংগ্রহে রাখতে পারেন। চলুন জেনে নেওয়া যাক সেই উপায়গুলো:
বিজ্ঞাপন
নিজের তৈরি রিলস সেভ করার নিয়ম
আপনি যদি নিজের আপলোড করা কোনো রিল ডাউনলোড করতে চান, তবে সেটি খুবই সহজ।
প্রথমে আপনার রিলটি ওপেন করুন।
এরপর 'থ্রি-ডট' (Three-dot) মেনুতে ক্লিক করুন।
বিজ্ঞাপন
সেখানে থাকা ‘Download’ অপশনটি নির্বাচন করলেই ভিডিওটি সরাসরি আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে।

অন্যের রিলস সেভ বা বুকমার্ক করা
অন্যের তৈরি কোনো রিলস পছন্দ হলে সেটি সরাসরি ডাউনলোড না করে ইনস্টাগ্রাম অ্যাপের ভেতরেই সেভ করে রাখা যায়। এটি সম্পূর্ণ আইনি এবং নিরাপদ পদ্ধতি।
রিলসটি দেখার সময় ডান পাশে থাকা 'Save' বা বুকমার্ক আইকনে ট্যাপ করুন।
পরবর্তীতে প্রোফাইল সেকশনের 'Saved' অপশনে গিয়ে আপনি যেকোনো সময় সেই ভিডিওটি দেখতে পারবেন।
ক্রিয়েটরের অনুমতি ও কপিরাইট সতর্কতা
কারও কন্টেন্ট অনুমতি ছাড়া ডাউনলোড করা বা অন্য কোথাও নতুন করে আপলোড করা ইনস্টাগ্রামের নীতিমালার পরিপন্থী।
আরও পড়ুন: ফেসবুকে ভিডিও সেভ ও আনসেভ করবেন কীভাবে? জেনে নিন সহজ পদ্ধতি
যদি কোনো রিলস আপনার বিশেষ প্রয়োজনে লাগে, তবে সরাসরি ওই ক্রিয়েটরকে মেসেজ দিয়ে অনুমতি নিতে পারেন।
অনেক ক্ষেত্রে যথাযথ ক্রেডিট দেওয়ার শর্তে ক্রিয়েটররা নিজেই মূল ফাইলটি শেয়ার করে থাকেন।
তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহারে ঝুঁকি
ইন্টারনেটে অনেক ওয়েবসাইট বা অ্যাপ রয়েছে যা রিলস ডাউনলোডের সুবিধা দেয়। তবে এ ধরনের থার্ড-পার্টি প্ল্যাটফর্ম ব্যবহার করা আপনার অ্যাকাউন্টের গোপনীয়তা ও নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। তাই সর্বদা ইনস্টাগ্রামের নিজস্ব ফিচার ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।
এজেড

