সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে ফেসবুক বর্তমানে ভিডিও দেখার অন্যতম জনপ্রিয় মাধ্যম। স্ক্রল করতে করতে অনেক সময় আমাদের সামনে এমন কিছু দরকারি বা বিনোদনমূলক ভিডিও আসে, যা তাৎক্ষণিক দেখার সময় থাকে না অথবা ভবিষ্যতে বারবার দেখার প্রয়োজন পড়ে। ব্যবহারকারীদের এই সুবিধা দিতে ফেসবুকে রয়েছে ‘সেভ’ (Save) ফিচার। তবে অনেকেই ভিডিও সেভ করার পর তা কোথায় থাকে কিংবা অপ্রয়োজনীয় ভিডিও কীভাবে ‘আনসেভ’ করতে হয়, তা নিয়ে দ্বিধায় ভোগেন।
ফেসবুকে ভিডিও সেভ করার নিয়ম
বিজ্ঞাপন
ফেসবুকে কোনো ভিডিও পছন্দ হলে তা পরবর্তীতে দেখার জন্য সেভ করে রাখা খুব সহজ। এর জন্য প্রথমে ভিডিওটির ওপরে ডান কোণায় থাকা তিনটি ডট (Three-dot icon) মেনুতে ক্লিক করতে হবে। এরপর প্রদর্শিত অপশনগুলো থেকে ‘Save Video’ বাটনে ট্যাপ করলেই ভিডিওটি আপনার অ্যাকাউন্টের সেভড লিস্টে জমা হয়ে যাবে। আপনি চাইলে ভিডিওটি নির্দিষ্ট কোনো কালেকশন বা ফোল্ডার তৈরি করেও গুছিয়ে রাখতে পারেন।
_20260118_113139758.jpg)
সেভ করা ভিডিও খুঁজে পাবেন যেখানে
সেভ করা ভিডিওগুলো দেখার জন্য ফেসবুক অ্যাপের মেনু আইকনে (তিনটি সমান্তরাল রেখা বা আপনার প্রোফাইল ছবি) ক্লিক করতে হবে। সেখান থেকে ‘Saved’ অপশনটি বেছে নিন। এখানে আপনার সেভ করা সব পোস্ট ও ভিডিওর তালিকা পাওয়া যাবে। পিসি বা ব্রাউজার থেকে দেখতে চাইলে বাম পাশের মেনুবার থেকে ‘Saved’ লিংকে ক্লিক করলেই সব ভিডিও সামনে চলে আসবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ইনস্টাগ্রাম রিলস ভাইরাল করার সহজ কৌশল
ভিডিও আনসেভ বা রিমুভ করার পদ্ধতি
অনেক সময় সেভড লিস্টে প্রচুর ভিডিও জমে গেলে বা কোনো ভিডিওর প্রয়োজন শেষ হয়ে গেলে সেটি সরিয়ে ফেলা বা আনসেভ করা জরুরি হয়ে পড়ে। ভিডিও আনসেভ করতে প্রথমে ‘Saved’ অপশনে গিয়ে সংশ্লিষ্ট ভিডিওটির পাশে থাকা তিনটি ডটে ক্লিক করুন। এরপর ‘Unsave’ অথবা ‘Remove from items’ অপশনটি সিলেক্ট করলেই ভিডিওটি তালিকা থেকে মুছে যাবে। এছাড়া সেভ করা ভিডিওটি প্লে করেও একই পদ্ধতিতে আনসেভ করা সম্ভব।

কালেকশন তৈরি ও ব্যবস্থাপনা
ভিডিওগুলোকে ক্যাটাগরি অনুযায়ী সাজিয়ে রাখতে ফেসবুক ‘কালেকশন’ তৈরির সুযোগ দেয়। যেমন—রান্নার ভিডিও, টেক নিউজ বা ট্রাভেল ভিডিওর জন্য আলাদা ফোল্ডার করা যায়। ভিডিও সেভ করার সময় ‘Add to Collection’ অপশন ব্যবহার করে আপনি নতুন ফোল্ডার তৈরি করতে পারেন। এতে করে পরবর্তীতে হাজারো ভিডিওর ভিড়ে আপনার প্রয়োজনীয় নির্দিষ্ট ভিডিওটি খুঁজে পাওয়া অনেক সহজ হয়।
এজেড

