শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ঢাকা

হোয়াটসঅ্যাপে এই সেটিংস অন করলে কেউ গোপনে আড়ি পাততে পারবে না

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ১১:০৪ এএম

শেয়ার করুন:

হোয়াটসঅ্যাপে এই সেটিংস অন করলে কেউ গোপনে আড়ি পাততে পারবে না
হোয়াটসঅ্যাপে এই সেটিংস অন করলে কেউ গোপনে আড়ি পাততে পারবে না

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় তাৎক্ষণিক বার্তা আদান-প্রদান অ্যাপ হচ্ছে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের কথোপকথন সুরক্ষিত রাখতে এই অ্যাপটি শুরু থেকেই ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ বা প্রান্তিক গোপনীয়তা নীতি অনুসরণ করে। তবে অনেক সময় হ্যাকাররা ফোনে ক্ষতিকর সফটওয়্যার বা ম্যালওয়্যার প্রবেশ করিয়ে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারে। ব্যবহারকারীদের এই ঝুঁকি থেকে বাঁচাতে হোয়াটসঅ্যাপে বেশ কিছু উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে, যা সাধারণত বন্ধ থাকে। আড়ি পাতা বা হ্যাকিং রোধে এই ফিচারগুলো দ্রুত চালু করা জরুরি।

আইপি ঠিকানা গোপন রাখা হোয়াটসঅ্যাপের প্রথম গুরুত্বপূর্ণ সেটিংস হলো নিজের ইন্টারনেট প্রোটোকল বা আইপি ঠিকানা লুকিয়ে ফেলা। সাধারণত কথা বলা বা ভিডিও কলের সময় হ্যাকাররা আইপি ঠিকানা ট্র্যাক করে ব্যবহারকারীর অবস্থান ও পরিচয় জেনে নিতে পারে। এই ঝুঁকি এড়াতে হোয়াটসঅ্যাপের ‘সেটিংস’ থেকে ‘প্রাইভেসি’ বা গোপনীয়তা বিকল্পটি বেছে নিতে হবে। এরপর একদম নিচে থাকা ‘অ্যাডভান্সড’ বা উন্নত অপশনে গিয়ে ‘প্রটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস’ বা কলে আইপি ঠিকানা সুরক্ষিত রাখুন ফিচারটি চালু করতে হবে। এটি চালু করলে কলগুলো সরাসরি যুক্ত না হয়ে হোয়াটসঅ্যাপ সার্ভারের মাধ্যমে সম্পন্ন হবে, যার ফলে হ্যাকাররা ব্যবহারকারীর আইপি ঠিকানা খুঁজে পাবে না। এতে কলের মান কিছুটা কমলেও নিরাপত্তা বহুগুণ বেড়ে যাবে।


বিজ্ঞাপন


WhatsApp-66f3a5fd0b221

লিঙ্ক প্রিভিউ বা সংযোগের প্রাক-প্রদর্শন বন্ধ করা নিরাপত্তার পরবর্তী ধাপ হলো লিঙ্কের প্রাক-প্রদর্শন বা প্রিভিউ বন্ধ রাখা। সাধারণত কেউ কোনো লিঙ্ক পাঠালে তার একটি সংক্ষিপ্ত রূপ চ্যাট বক্সে দেখা যায়। এই ফিচারটি আইপি ঠিকানা সুরক্ষার ক্ষেত্রে একটি দুর্বলতা হতে পারে। এটি বন্ধ করতে হোয়াটসঅ্যাপের ‘সেটিংস’ থেকে ‘প্রাইভেসি’ হয়ে পুনরায় ‘অ্যাডভান্সড’ অপশনে যেতে হবে। সেখানে ‘ডিজেবল লিঙ্ক প্রিভিউ’ বা লিঙ্কের প্রাক-প্রদর্শন নিষ্ক্রিয় করার বিকল্পটি চালু করে দিতে হবে। এর ফলে চ্যাটে পাঠানো কোনো লিঙ্কের ভেতরে কী আছে তা ক্লিক করার আগে আর দেখা যাবে না, যা ব্যবহারকারীকে সাইবার আক্রমণ থেকে অতিরিক্ত সুরক্ষা দেবে।

আরও পড়ুন: শিশুদের হোয়াটসঅ্যাপ ব্যবহার নিয়ন্ত্রণ করতে নতুন ফিচার

নিরাপত্তা বিষয়ক সতর্কতা বা সিকিউরিটি নোটিফিকেশন হোয়াটসঅ্যাপে প্রতিটি পরিচিতি বা কন্ট্যাক্টের জন্য একটি অনন্য নিরাপত্তা কোড থাকে। এই কোডটি নিশ্চিত করে যে ব্যবহারকারীর পাঠানো বার্তা বা কলগুলো সম্পূর্ণ সুরক্ষিত। যদি কোনো হ্যাকার চ্যাটে অনুপ্রবেশের চেষ্টা করে বা নিরাপত্তা কোডে কোনো পরিবর্তন আসে, তবে এই ফিচারটি ব্যবহারকারীকে সাথে সাথে সতর্কবার্তা পাঠাবে। এই সুরক্ষা কবচটি সক্রিয় করতে হোয়াটসঅ্যাপের ‘সেটিংস’ থেকে ‘অ্যাকাউন্ট’ বিভাগে যেতে হবে। এরপর ‘সিকিউরিটি নোটিফিকেশনস’ বা নিরাপত্তা সতর্কবার্তায় গিয়ে ‘শো সিকিউরিটি নোটিফিকেশনস অন দিস ডিভাইস’ অপশনটি চালু করতে হবে। হোয়াটসঅ্যাপের এই সাধারণ কিন্তু কার্যকর সেটিংসগুলো সক্রিয় করলে হ্যাকিংয়ের ঝুঁকি প্রায় শূন্যের কোঠায় নেমে আসে।


বিজ্ঞাপন


এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর