শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ঢাকা

শিশুদের হোয়াটসঅ্যাপ ব্যবহার নিয়ন্ত্রণ করতে নতুন ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:৩৯ এএম

শেয়ার করুন:

শিশুদের হোয়াটসঅ্যাপ ব্যবহার নিয়ন্ত্রণ করতে নতুন ফিচার
শিশুদের হোয়াটসঅ্যাপ ব্যবহার নিয়ন্ত্রণ করতে নতুন ফিচার ২০২৬

শিশুদের অনলাইন সুরক্ষা আরও জোরদার করতে ‘পেরেন্টাল কন্ট্রোল’ বা অভিভাবকীয় নিয়ন্ত্রণ ফিচার আনছে জনপ্রিয় তাৎক্ষণিক বার্তা আদান-প্রদান অ্যাপ হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে এখন থেকে সন্তানের অনলাইন কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং গোপনীয়তা রক্ষার সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন মা-বাবারা।

শিশুদের সুরক্ষায় বিশেষ উদ্যোগ


বিজ্ঞাপন


ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে নিয়মিত নতুন ফিচার নিয়ে আসে মেটার মালিকানাধীন এই অ্যাপটি। এবার শিশুদের লক্ষ্য করে চালানো বিভিন্ন অনলাইন প্রতারণা বা স্ক্যাম এবং সন্দেহভাজন ব্যক্তিদের হাত থেকে সুরক্ষা দিতে এই বিশেষ সুবিধা পরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ। মূলত ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের অনলাইন ঝুঁকি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন ফিচার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘ডাব্লুএবিটাইনফো’ (WaBetaInfo) জানিয়েছে, বর্তমানে ফিচারটি তৈরির প্রাথমিক পর্যায়ে রয়েছে। শিগগিরই বেটা সংস্করণের ব্যবহারকারীরা পরীক্ষামূলকভাবে এটি ব্যবহারের সুযোগ পাবেন।

অভিভাবকরা যা যা নিয়ন্ত্রণ করতে পারবেন

নতুন এই আপডেটে একজন অভিভাবক তার প্রাথমিক অ্যাকাউন্টের মাধ্যমে সন্তানের অ্যাকাউন্টের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তদারকি করতে পারবেন:


বিজ্ঞাপন


অ্যাক্টিভিটি ট্র্যাক: সন্তান কার সঙ্গে কথা বলছে বা কতক্ষণ সময় দিচ্ছে, তার একটি ধারণা পাবেন অভিভাবক।

গোপনীয়তা বা প্রাইভেসি সেটিংস: প্রোফাইল ছবি, 'লাস্ট সিন' (শেষ কখন অনলাইনে ছিল) এবং ব্যক্তিগত তথ্য বা ‘অ্যাবাউট’ কারা দেখতে পারবে, তা অভিভাবকই নির্ধারণ করে দিতে পারবেন।

1767861853.5431

অপরিচিতদের থেকে সুরক্ষা: শিশুরা শুধুমাত্র তাদের ফোনে সেভ করা পরিচিত ব্যক্তিদের সাথে বার্তা আদান-প্রদান বা কল করতে পারবে। ফলে অপরিচিত বা সন্দেহভাজন কেউ তাদের সাথে যোগাযোগ করতে পারবে না।

নিরাপদ লিঙ্ক: কোনো বিপজ্জনক লিঙ্কে ক্লিক করা থেকে সন্তানদের বিরত রাখতে সেটিংস পরিবর্তনের ক্ষমতা থাকবে অভিভাবকদের হাতে।

ব্যক্তিগত তথ্যের সুরক্ষা

হোয়াটসঅ্যাপ নিশ্চিত করেছে যে, অভিভাবকরা শুধুমাত্র চ্যাট এবং অ্যাকাউন্টের গতিবিধির আপডেট পাবেন। তবে ব্যক্তিগত বার্তার গোপনীয়তা বজায় রাখতে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ নীতি অপরিবর্তিত থাকবে। অর্থাৎ, বার্তাগুলো কেবল প্রেরক ও প্রাপকই পড়তে পারবেন, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ বা অন্য কেউ নয়।

আরও পড়ুন: ফোন সকালে চার্জ দেওয়া উচিত না কি রাতে? জেনে নিন সঠিক নিয়ম

বর্তমানে আধুনিক বিশ্বে সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। হোয়াটসঅ্যাপের এই নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা শিশুদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে বাবা-মায়ের জন্য একটি শক্তিশালী হাতিয়ার হবে বলে মনে করা হচ্ছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর