স্মার্টফোনের ব্যাটারির স্থায়িত্ব নিয়ে ব্যবহারকারীদের মধ্যে নানা মতভেদ রয়েছে। অনেকেই সারাদিনের কাজের সুবিধার জন্য রাতে ঘুমানোর সময় ফোন চার্জে বসিয়ে দেন, আবার কেউ সকালে ঘুম থেকে উঠে দ্রুত চার্জ সেরে নেন। তবে প্রযুক্তির উৎকর্ষতার এই সময়ে ব্যাটারি বিশেষজ্ঞরা নির্দিষ্ট কিছু নিয়মের কথা বলছেন, যা আপনার শখের ফোনটির আয়ু বাড়িয়ে দিতে পারে।
রাতভর চার্জ দেওয়া কি নিরাপদ?
বিজ্ঞাপন
আগেকার দিনে প্রচলিত ছিল যে, সারা রাত চার্জ দিলে ফোন বিস্ফোরিত হতে পারে বা ব্যাটারি নষ্ট হয়ে যায়। আধুনিক স্মার্টফোনগুলোতে এখন ‘লিথিয়াম-আয়ন’ ব্যাটারি এবং ‘স্মার্ট চিপ’ ব্যবহার করা হয়। ফলে ফোন ১০০ শতাংশ চার্জ হয়ে গেলে চার্জিং প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। তবে সমস্যা অন্য জায়গায়। সারা রাত ফোন চার্জে রাখলে ব্যাটারি দীর্ঘক্ষণ উচ্চ তাপমাত্রায় থাকে এবং চার্জ ৯৯ শতাংশে নামলেই আবার ১০০ শতাংশ করার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র চার্জিং সাইকেল চলতে থাকে। একে বলা হয় 'ট্রিকল চার্জিং', যা দীর্ঘমেয়াদে ব্যাটারির সক্ষমতা কমিয়ে দেয়।

সকালে চার্জ দেওয়ার সুবিধা
বিশেষজ্ঞদের মতে, সকালে ঘুম থেকে উঠে বা দিনের অন্য কোনো সময় চোখের সামনে রেখে চার্জ দেওয়া সবচেয়ে নিরাপদ। এতে ফোন শতভাগ চার্জ হয়ে গেলে আপনি দ্রুত প্লাগ খুলে নিতে পারেন। আধুনিক ফোনগুলোতে এখন ‘ফাস্ট চার্জিং’ সুবিধা থাকায় মাত্র ২০ থেকে ৩০ মিনিট চার্জ দিলেই সারাদিনের প্রয়োজনীয় ব্যাকআপ পাওয়া সম্ভব। সকালে অল্প সময়ের জন্য চার্জ দেওয়ার অভ্যাস ব্যাটারির ওপর চাপ কমায় এবং একে শীতল রাখতে সাহায্য করে।
বিজ্ঞাপন
ব্যাটারির জন্য আদর্শ সময় ও পরিমাণ
স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করতে হলে একে কখনও ০ শতাংশে নামিয়ে আনা বা ১০০ শতাংশ পূর্ণ করা উচিত নয়। ব্যাটারি বিশেষজ্ঞরা একে '২০-৮০ নিয়ম' (20-80 Rule) বলেন। অর্থাৎ, ব্যাটারি ২০ শতাংশে নামলে চার্জে দিন এবং ৮০ থেকে ৯০ শতাংশ হয়ে গেলে চার্জ থেকে খুলে ফেলুন। সবসময় ব্যাটারিকে এই সীমার মধ্যে রাখলে এর চার্জিং সাইকেল বজায় থাকে এবং ব্যাটারি দ্রুত নষ্ট হয় না।

রাতে চার্জ দেওয়ার ক্ষেত্রে সতর্কতা
যদি আপনার সকালে চার্জ দেওয়ার সময় না থাকে এবং রাতেই চার্জ দিতে হয়, তবে কিছু সতর্কতা অবলম্বন করুন। ফোনের কাভার খুলে চার্জ দিন যাতে উত্তাপ সহজে বেরিয়ে যেতে পারে। এছাড়াও ফোনের সেটিংস থেকে 'অপ্টিমাইজড ব্যাটারি চার্জিং' (Optimized Battery Charging) ফিচারটি চালু রাখুন। এতে ফোন আপনার ঘুমের রুটিন বুঝে নিয়ে রাতভর ধীরগতিতে চার্জ হবে এবং ঘুম থেকে ওঠার ঠিক আগ মুহূর্তে চার্জ পূর্ণ করবে।
আরও পড়ুন: ফোনের ডার্ক মোড কি সত্যিই ব্যাটারি বাঁচায়?
পরিশেষে বলা যায়, ব্যাটারির সুস্বাস্থ্যের জন্য সকালে বা চোখের সামনে রেখে চার্জ দেওয়া সব থেকে উত্তম। এতে যেমন বিদ্যুতের অপচয় রোধ হয়, তেমনি আপনার মূল্যবান স্মার্টফোনটিও থাকে নিরাপদ।
এজেড

