মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ঢাকা

হোয়াটসঅ্যাপে অচেনা লিংক ক্লিকের আগে এই ৫ সেটিং বদলান

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ০৬:৪৮ এএম

শেয়ার করুন:

হোয়াটসঅ্যাপে অচেনা লিংক ক্লিকের আগে এই ৫ সেটিং বদলান
হোয়াটসঅ্যাপে অচেনা লিংক ক্লিকের আগে এই ৫ সেটিং বদলান

এখন আমাদের প্রতিদিনের যোগাযোগে ‘হোয়াটসঅ্যাপ’ একটি অপরিহার্য মাধ্যম। তবে ব্যবহারের প্রসারের সাথে পাল্লা দিয়ে বেড়েছে ভুয়া লিংক, প্রতারণামূলক বার্তা এবং অনলাইন জালিয়াতি। অনেক সময় অচেনা নম্বর থেকে আসা লোভনীয় সব লিংকে ক্লিক করার ফলে ব্যক্তিগত তথ্য, ওটিপি (OTP) এমনকি ব্যাংক অ্যাকাউন্টের টাকাও বেহাত হওয়ার ঝুঁকি থাকে। ডিজিটাল এই বিপদ থেকে রক্ষা পেতে আপনার হোয়াটসঅ্যাপের ৫টি গুরুত্বপূর্ণ সেটিংস আজই পরিবর্তন করা জরুরি।

স্বয়ংক্রিয় মিডিয়া ডাউনলোড বন্ধ রাখা


বিজ্ঞাপন


অনেক সময় ক্ষতিকর ফাইল বা ছবি নিজে থেকেই ফোনে ডাউনলোড হয়ে ম্যালওয়্যার ছড়িয়ে দেয়। এটি বন্ধ করতে হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে স্টোরেজ ও ডেটা অপশনে যান। সেখানে মিডিয়া অটো-ডাউনলোড সেকশনে গিয়ে মোবাইল ডেটা, ওয়াই-ফাই এবং রোমিং—সবগুলো ক্ষেত্রে সব ফাইল ‘আনচেক’ বা বন্ধ করে দিন। এতে আপনার অনুমতি ছাড়া কোনো ফাইল ডাউনলোড হবে না।

গ্রুপে যুক্ত করার ক্ষমতা নিয়ন্ত্রণ

অচেনা কেউ যেন আপনাকে কোনো স্ক্যাম বা প্রতারণামূলক গ্রুপে যুক্ত করতে না পারে, সেজন্য প্রাইভেসী সেটিংসের গ্রুপ অপশনে পরিবর্তন আনুন। সেখানে ‘এভরিওয়ান’ এর বদলে ‘মাই কন্টাক্টস’ নির্বাচন করুন। এর ফলে শুধুমাত্র আপনার পরিচিত বা কন্টাক্ট লিস্টে থাকা ব্যক্তিরাই আপনাকে কোনো গ্রুপে যুক্ত করতে পারবেন।

দ্বি-স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা সচল করা


বিজ্ঞাপন


আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়া থেকে বাঁচাতে এটি সবথেকে শক্তিশালী উপায়। হোয়াটসঅ্যাপ সেটিংসের অ্যাকাউন্ট অপশনে গিয়ে ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ চালু করুন। এখানে একটি ৬ সংখ্যার গোপন পিন সেট করুন এবং নিজের ইমেইল যুক্ত করুন। এর ফলে আপনার নম্বর ব্যবহার করে অন্য কেউ সহজে লগইন করতে পারবে না।

cyber-crime-is-happening-on-Whatsapp

সন্দেহজনক লিংক প্রিভিউ নিয়ে সচেতনতা

লিংক প্রিভিউ সচল থাকলে অনেক সময় ক্ষতিকর ওয়েবসাইটগুলো ফোনের ব্যাকগ্রাউন্ডে আংশিক লোড হতে পারে। তাই অচেনা কোনো বার্তা এলে তা সতর্কতার সাথে পর্যবেক্ষণ করুন এবং সন্দেহজনক লিংকে ক্লিক করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। খুব বেশি প্রয়োজন হলে ইন্টারনেটের তথ্য সংযোগ বা ডেটা বন্ধ রেখে লিংকটি পরীক্ষা করা নিরাপদ।

অচেনা অ্যাকাউন্ট ব্লক ও রিপোর্ট করা

কোনো বার্তা বা লিংক আসার পর যদি সেটি ক্ষতিকর কিংবা প্রতারণামূলক মনে হয়, তবে তৎক্ষণাৎ ব্যবস্থা নিন। সন্দেহজনক চ্যাটটি ওপেন করে উপরের নম্বরে ক্লিক করুন এবং নিচে থাকা ব্লক ও রিপোর্ট অপশনটি ব্যবহার করুন। এতে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ সেই অ্যাকাউন্টের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নিতে পারবে এবং ভবিষ্যতে তারা আপনাকে বিরক্ত করতে পারবে না।

আরও পড়ুন: ইউটিউব চ্যানেল ডিলিট করার উপায়

পরিশেষে মনে রাখবেন, কোনো সরকারি সংস্থা বা ব্যাংক কখনো হোয়াটসঅ্যাপে ওটিপি কিংবা ব্যক্তিগত গোপন তথ্য জানতে চায় না। তাই ডিজিটাল দুনিয়ায় নিজেকে নিরাপদ রাখতে আতঙ্কের চেয়ে সচেতনতাই বেশি জরুরি। আপনার সামান্য সতর্কতা এড়াতে পারে বড় কোনো বিপদ।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর