মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ঢাকা

টিপস

ইউটিউব চ্যানেল ডিলিট করার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ১১:০৪ পিএম

শেয়ার করুন:

ইউটিউব চ্যানেল ডিলিট করার উপায়
ইউটিউব চ্যানেল ডিলিট করার উপায় জানুন।

এখন অনেকেই শখের বশে বা কাজ শেখার জন্য ইউটিউব চ্যানেল খুলে থাকেন। কিন্তু অনেক সময় দেখা যায়, পুরনো চ্যানেলে আর কাজ করা হচ্ছে না অথবা ভুলভ্রান্তির কারণে নতুন করে শুরু করার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে অব্যবহৃত চ্যানেলটি ডিলিট করে দেওয়াই বুদ্ধিমানের কাজ। তবে সঠিক পদ্ধতি না জানার কারণে অনেকেই নিজের অজান্তেই পুরো গুগল অ্যাকাউন্ট বা জিমেইল ডিলিট করে ফেলেন।

নিচে ধাপে ধাপে ইউটিউব চ্যানেল চিরতরে মুছে ফেলার সঠিক নিয়ম তুলে ধরা হলো-


বিজ্ঞাপন


চ্যানেল ডিলিট করার প্রাথমিক ধাপ

ইউটিউব চ্যানেল ডিলিট করার জন্য সরাসরি ইউটিউব অ্যাপের চেয়ে ফোনের ব্রাউজার (যেমন- গুগল ক্রোম) ব্যবহার করা সুবিধাজনক।

১. ব্রাউজারে প্রবেশ: প্রথমে আপনার ফোন বা কম্পিউটার থেকে studio.youtube.com-এ যান। ফোন ব্যবহার করলে ব্রাউজারের উপরে থাকা তিনটি ডট থেকে 'Desktop Site' মোডটি চালু করে নিন।

২. অ্যাকাউন্ট নিশ্চিতকরণ: ডানদিকের প্রোফাইল আইকন থেকে দেখে নিন যে আপনি সঠিক চ্যানেলটিতেই আছেন কি না। প্রয়োজন হলে 'Switch Account' অপশনটি ব্যবহার করুন।


বিজ্ঞাপন


সেটিংস ও ম্যানেজমেন্ট

৩. সেটিংস আইকন: স্ক্রিনের বাম দিকে নিচের কোণায় থাকা ছোট Settings (গিয়ার) আইকনে ক্লিক করুন। 

৪. চ্যানেল অপশন: সেটিংস উইন্ডো থেকে প্রথমে 'Channel' এবং এরপর 'Advanced Settings' ট্যাবে ক্লিক করুন।

আরও পড়ুন: আইফোনের সঙ্গে অ্যানড্রয়েড ফোনের তুলনা কতটা সঠিক?

৫. অ্যাকাউন্ট ম্যানেজ: নিচের দিকে স্ক্রল করে 'Manage YouTube Account' অপশনে যান। এটি আপনাকে একটি নতুন উইন্ডোতে নিয়ে যাবে।

চূড়ান্ত মুছে ফেলার প্রক্রিয়া

৬. অ্যাডভান্সড সেটিংস: নতুন পেজ থেকে 'View advanced settings' অপশনে ক্লিক করুন এবং সেখানে 'Delete channel' লেখাটি খুঁজে পাবেন। 

৭. ভেরিফিকেশন: এখানে আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা ফোনের স্ক্রিন লক (ফিঙ্গারপ্রিন্ট/পাসকোড) দিয়ে পরিচয় নিশ্চিত করতে হবে।

৮. স্থায়ীভাবে ডিলিট: এরপর 'I want to permanently delete my content' অপশনটি সিলেক্ট করুন। এখানে থাকা বক্সগুলোতে টিক চিহ্ন দিয়ে 'Delete My Content' বাটনে ক্লিক করুন।

ব্যাস! আপনার ইউটিউব চ্যানেলটি সব ভিডিও এবং তথ্যসহ চিরতরে মুছে যাবে।

মনে রাখা জরুরি

চ্যানেল ডিলিট হলেও আপনার গুগল অ্যাকাউন্ট বা জিমেইলটি আগের মতোই সচল থাকবে। তবে একবার ডিলিট করলে ওই চ্যানেলের ভিডিও বা কমেন্ট আর ফিরে পাওয়া সম্ভব নয়। যারা নতুন করে ইউটিউবিং শুরু করতে চান, তাদের জন্য একই জিমেইল ব্যবহার না করে একটি নতুন ফ্রেশ জিমেইল দিয়ে চ্যানেল খোলা ভালো, এতে চ্যানেলের দর্শক পাওয়ার (Reach) সম্ভাবনা বৃদ্ধি পায়।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর