নতুন বছরে ব্যবহারকারীদের জন্য এক বৈপ্লবিক পরিবর্তনের কথা ভাবছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। জিমেইল ব্যবহারের শুরু থেকে এখন পর্যন্ত যা কখনও সম্ভব হয়নি, এবার সেই অসাধ্য সাধনের পথেই হাঁটছে তারা। চালু থাকা কোনো জিমেইল অ্যাকাউন্টের ইউজারনেম বা আইডি পরিবর্তন করার সুবিধা প্রথমবারের মতো নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
জিমেইল আইডিতে আসবে বড় বদল
বিজ্ঞাপন
সাধারণত একবার জিমেইল অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে সেটির নাম বা আইডি আর পরিবর্তন করা যায় না। নতুন আইডির প্রয়োজন হলে গ্রাহককে সবসময় নতুন আরেকটি অ্যাকাউন্ট খুলতে হতো। কিন্তু এই নতুন সুবিধা চালু হলে গুগল অ্যাকাউন্টের সেটিংস থেকেই আপনার বর্তমান জিমেইল আইডির ‘@gmail.com’ এর আগের অংশটি পছন্দমতো বদলে নেওয়া যাবে।
ইনবক্স থাকবে একটিই
এই ফিচারের সবচেয়ে বড় সুবিধা হলো, আইডি পরিবর্তন করার পরও আপনার পুরোনো এবং নতুন—উভয় ঠিকানাতেই আসা ই-মেইলগুলো একই ইনবক্সে জমা হবে। ফলে ফোন নম্বর বদলানোর মতো সবাইকে নতুন মেইল আইডি জানানোর বাড়তি ঝামেলা পোহাতে হবে না। পুরোনো মেইল আইডিতে কেউ তথ্য পাঠালেও তা আপনি নতুন আইডির ইনবক্সেই পেয়ে যাবেন।

বিজ্ঞাপন
উদাহরণস্বরূপ: আপনার বর্তমান আইডি যদি হয় [email protected], আর আপনি সেটি বদলে [email protected] করলেন। এখন এই দুটি ঠিকানার যেকোনোটিতে কেউ মেইল পাঠালে তা সরাসরি আপনার বর্তমান অ্যাকাউন্টের ইনবক্সেই আসবে।
আরও পড়ুন: জিমেইলে অনাকাঙ্ক্ষিত ই-মেইল ঠেকানোর উপায়
ব্যবহারে থাকছে বিশেষ সীমাবদ্ধতা
তবে এই নাম পরিবর্তনের ক্ষেত্রে কিছু নিয়ম বেধে দিয়েছে গুগল। ব্যবহারকারীরা চাইলেই বারবার ইউজারনেম পরিবর্তন করতে পারবেন না। প্রাথমিক তথ্য অনুযায়ী, একজন ব্যবহারকারী বছরে মাত্র একবার এবং পুরো ই-মেইল ব্যবহারের জীবনকালে সর্বোচ্চ তিনবার নাম পরিবর্তনের সুযোগ পাবেন। তাই আইডি বদলানোর আগে গ্রাহককে যথেষ্ট ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে।
গুগলের এই নতুন পদক্ষেপটি পেশাদার এবং সাধারণ—উভয় শ্রেণির ব্যবহারকারীদের জন্য একটি স্বস্তির খবর হতে যাচ্ছে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
এজেড

