মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ঢাকা

E-mail

জিমেইলে অনাকাঙ্ক্ষিত ই-মেইল ঠেকানোর উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৬ এএম

শেয়ার করুন:

gmail

বিশ্বের জনপ্রিয় ই-মেইল সার্ভার জিমেইল। গুগলের এই ই-মেইল পরিবেষা বিনামূল্যে মেলে। জিমেইলে প্রতিদিন দরকারি অসংখ্য ই-মেইল আসে। আছে কিছু বিরক্তিকর মেইলও। প্রয়োজনের সময় কাঙ্ক্ষিত মেইলটি খুঁজে পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। আবার স্টোরেজ ভর্তি হয়ে গেলে তো, কোনও ইমেল আসে না।  

এই সমস্যা থেকে মুক্তি পেতে কড়া পদক্ষেপ নিয়েছে গুগল। এখন কেউ যদি বাল্ক বা স্প্যাম ইমেল পাঠাতে চান, তবে তাকে গুগলের নতুন নির্দেশিকা মেনে চলতে হবে। অর্থাৎ খুব শিগগিরই আপনি স্প্যাম ইমেইল থেকে মুক্তি পাবেন।


বিজ্ঞাপন


গুগলের নতুন নীতি

বিভিন্ন কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন মানুষ যারা প্রচুর পরিমাণে ই-মেইল পাঠায়, তারা আর সেই অত পরিমান ই-মেইল পাঠাতে পারবে না। গুগলের নতুন নীতির অধীনে, তাদের প্রথমে তাদের মেসেজগুলোর প্রমাণীকরণ করতে হবে।

আরও পড়ুন: মিম বানানোর উপায়

এছাড়াও , ই-মেইল শুধুমাত্র সেই সমস্ত লোকদের পাঠানো হবে, যারা সেই সব মেলে অনুমতি দেবে। অর্থাৎ এবার থেকে আপনি ঠিক করে নিতে পারবেন, যে আপনি স্প্যাম ইমেল চান নাকি চান না।


বিজ্ঞাপন


gamil-pic

অবাঞ্ছিত ই-মেইল থেকে মুক্তি পাবেন

গত বছর অর্থাৎ ২০২৩ সালে গুগল একটি ব্লগপোস্টে জানিয়েছিল যে, অবাঞ্ছিত ইমেল বন্ধ করতে আপনাকে শুধুমাত্র একটি ক্লিক করতে হবে। এর জন্য, আনসাবস্ক্রাইব বোতামটি ই-মেইলে পাওয়া যাবে। কারো ই-মেইল পছন্দ না হলে এই বাটনে ক্লিক করতে পারেন। এর পরে আপনি ই-মেইল পাবেন না। বাল্ক বা স্প্যাম ইমেল প্রেরকদের অবশ্যই দুই দিনের মধ্যে সেই আনসাবস্ক্রাইব রিকুয়েস্ট মানতে হবে।

গুগল চলতি মাস থেকেই পদক্ষেপ নিতে শুরু করবে। যদি একজন বাল্ক ই-মেইল প্রেরক কোম্পানির নীতি অনুসরণ না করেন, তাহলে তিনি পরবর্তিকালে আপ জিমেইল ব্যবহার করতে পারবেন না। কিংবা ব্যবহার করতে কোনও সমস্যা হবে। এছাড়া যারা কোম্পানির নীতি মেনে চলবে না, চলতি বছরের এপ্রিল থেকে তাদের জিমেল বন্ধ করে দেওয়া হবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর