সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ডিপফেক আতঙ্কে ইন্দোনেশিয়ায় ইলন মাস্কের এআই চ্যাটবট 'গ্রোক' নিষিদ্ধ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম

শেয়ার করুন:

ডিপফেক আতঙ্কে ইন্দোনেশিয়ায় মাস্কের এআই চ্যাটবট 'গ্রোক' নিষিদ্ধ
ডিপফেক আতঙ্কে ইন্দোনেশিয়ায় মাস্কের এআই চ্যাটবট 'গ্রোক' নিষিদ্ধ

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে আপত্তিকর ও ভুয়া ছবি (ডিপফেক) তৈরির আশঙ্কায় ইলন মাস্কের এআই চ্যাটবট ‘গ্রোক’ (Grok) বন্ধ করে দিয়েছে ইন্দোনেশিয়া। বিশ্বের প্রথম দেশ হিসেবে ইন্দোনেশিয়া এই কঠোর পদক্ষেপ গ্রহণ করল। দেশটির সরকারের মতে, এ ধরনের প্রযুক্তি ব্যবহারকারীদের ব্যক্তিগত নিরাপত্তা ও মর্যাদার জন্য চরম হুমকিস্বরূপ।

শনিবার এক বিবৃতিতে ইন্দোনেশিয়ার যোগাযোগ ও ডিজিটাল বিষয়ক মন্ত্রী মেউতিয়া হাফিদ বলেন, ‘সম্মতিহীন যৌনতামূলক ডিপফেক তৈরি করা মানবাধিকার, মর্যাদা এবং ডিজিটাল স্পেসে নাগরিকদের নিরাপত্তার চরম লঙ্ঘন।’


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ‘নারী, শিশু এবং সাধারণ জনগণকে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা ভুয়া অশ্লীল ছবির ঝুঁকি থেকে রক্ষা করতে সরকার সাময়িকভাবে গ্রক অ্যাপ্লিকেশনটির অ্যাক্সেস ব্লক করেছে।’

grok

মূল ঘটনা ও প্রেক্ষাপট

সম্প্রতি গ্রোক-এর মাধ্যমে যে কেউ চাইলেই ইন্টারনেটে থাকা কোনো ব্যক্তির ছবি পরিবর্তন করে আপত্তিকর রূপে উপস্থাপন করতে পারছিল। এই বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। সমালোচনার মুখে গত শুক্রবার মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ (সাবেক টুইটার) গ্রোক-এর ইমেজ জেনারেশন ফিচারটি শুধুমাত্র অর্থ প্রদানকারী (সাবস্ক্রাইবার) ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ করে। তবে এই পদক্ষেপকে যথেষ্ট মনে করছে না অনেক দেশ।


বিজ্ঞাপন


আরও পড়ুন: গ্রোকের অশ্লীল ছবি বিতর্ক: কয়েক হাজার অ্যাকাউন্ট ব্লক ও ডিলিট হলো

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দপ্তর এই সিদ্ধান্তকে ‘অপমানজনক’ বলে অভিহিত করেছে। ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেন, ‘একটি অবৈধ কাজকে কেবল প্রিমিয়াম সেবায় রূপান্তর করা কোনো সমাধান হতে পারে না। এটি যৌন সহিংসতার শিকার ব্যক্তিদের জন্য চরম অবমাননাকর।’

grok_pic

অন্যদিকে, ইলন মাস্ক বিষয়টিকে কিছুটা হালকাভাবে নিয়েছেন। বিভিন্ন পাবলিক ফিগারের কৃত্রিম বিকিনি পরা ছবি নিয়ে আলোচনার জবাবে তিনি সোশ্যাল মিডিয়ায় হাসির ইমোজি পোস্ট করেছেন। তবে তিনি এটিও সতর্ক করেছেন যে, গ্রোক ব্যবহার করে যারা অবৈধ বিষয়বস্তু তৈরি করবে, তাদের সরাসরি আপলোডকারীদের মতোই আইনি পরিণতির মুখোমুখি হতে হবে।

২৮ কোটি ৫০ লাখ মানুষের দেশ ইন্দোনেশিয়ায় অনলাইনে অশ্লীলতা প্রচারের বিরুদ্ধে অত্যন্ত কঠোর আইন রয়েছে। দেশটির সংস্কৃতি ও ডিজিটাল বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, তারা এই বিষয়ে আলোচনার জন্য ইতিমধ্যেই ‘এক্স’ (X) কর্মকর্তাদের তলব করেছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর