এআই চ্যাটবট ‘গ্রোক’ (Grok)-এর মাধ্যমে তৈরি করা অশ্লীল কন্টেন্ট বা ছবি নিয়ে চরম বিতর্কের মুখে বড় পদক্ষেপ নিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। ভারতের অনলাইন কন্টেন্ট আইন লঙ্ঘন করার অভিযোগে ৩ হাজার ৫০০-এর বেশি কন্টেন্ট ব্লক এবং ৬০০-এর বেশি অ্যাকাউন্ট চিরতরে মুছে ফেলেছে সংস্থাটি।
প্রেক্ষাপট ও ভারতের সরকারি পদক্ষেপ ঘটনার সূত্রপাত গত ২ জানুয়ারি। ভারতের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এক্স কর্পোরেশনকে একটি কড়া চিঠি পাঠায়। সেখানে স্পষ্টভাবে জানানো হয়, এক্স-এর এআই চ্যাটবট গ্রোক ব্যবহার করে যে ধরনের অশ্লীল ও আপত্তিকর ছবি তৈরি করা হচ্ছে, তা দেশের প্রচলিত আইনের পরিপন্থী। দেশটির সরকার সাফ জানিয়ে দেয়, এআই চ্যাটবটগুলোকে অবশ্যই দেশের আইন মেনে চলতে হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
এক্স-এর প্রতিক্রিয়া মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পাঁচ দিন পর এক্স কর্তৃপক্ষ তাদের জবাব পাঠালেও ভারত সরকার প্রাথমিক উত্তরে সন্তুষ্ট হতে পারেনি। এরপরই চাপের মুখে নতি স্বীকার করে সংস্থাটি। সূত্রের খবর, এক্স তাদের প্ল্যাটফর্মে ভুল স্বীকার করে নিয়েছে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ শুরু করেছে।

কঠোর ব্যবস্থা সরকারি নির্দেশনার পর এক্স কর্তৃপক্ষ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এগুলো হলো-
৬০০+ অ্যাকাউন্ট ডিলিট: আপত্তিকর কন্টেন্ট ছড়ানোর দায়ে ছয় শতাধিক অ্যাকাউন্ট স্থায়ীভাবে ডিলিট করা হয়েছে।
বিজ্ঞাপন
৩৫০০ কন্টেন্ট ব্লক: গ্রোকের মাধ্যমে তৈরি বা শেয়ার করা প্রায় সাড়ে তিন হাজার কন্টেন্ট ভারত থেকে ব্লক করা হয়েছে।
আরও পড়ুন: অশ্লীল কনটেন্ট সরবরাহের দায়ে কাঠগড়ায় ইলন মাস্কের ‘গ্রোক’!
আইন মানার প্রতিশ্রুতি: ভবিষ্যতে ভারতের অনলাইন কন্টেন্ট আইন মেনেই প্ল্যাটফর্ম পরিচালনা করার আশ্বাস দিয়েছে মাস্কের এই সংস্থা।
বিশেষজ্ঞদের মতে, এআই প্রযুক্তির অপব্যবহার রোধে এটি একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ। গ্রোকের মতো শক্তিশালী এআই টুলগুলো যাতে সমাজ ও আইনের জন্য হুমকিস্বরূপ না হয়ে দাঁড়ায়, সেজন্য বিশ্বজুড়েই এখন কঠোর রেগুলেশনের দাবি উঠছে।
এজেড

