রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার ২০২৬: টাইপ করলেই তৈরি হবে স্টিকার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৩৬ এএম

শেয়ার করুন:

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার ২০২৬: টাইপ করলেই তৈরি হবে স্টিকার

২০২৬ সালের শুরুতেই জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের প্রথম বড় ফিচার আপডেট আনতে চলেছে। মূলত গ্রুপ চ্যাটকে আরও কার্যকর, উন্নত এবং সদস্যদের দৃশ্যমানতা বৃদ্ধির লক্ষ্যেই এই নতুন টুলগুলো নিয়ে আসছে মেটা মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি। বর্তমানে শত শত মানুষের সাথে যোগাযোগ রক্ষা বা দ্রুত মিটিং শুরু করার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ গ্রুপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠায়, ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ করতে এই পরিবর্তনগুলো আনা হচ্ছে।

মেম্বার ট্যাগ (Member Tags)


বিজ্ঞাপন


গ্রুপের সদস্যদের সহজে চিহ্নিত করার জন্য দীর্ঘ প্রতীক্ষিত ‘মেম্বার ট্যাগ’ ফিচারটি চালু করছে হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা প্রতিটি গ্রুপে নিজের জন্য আলাদা ভূমিকা বা পরিচয় নির্ধারণ করতে পারবেন। যেমন—একটি গ্রুপে কেউ নিজের পরিচয় দিতে পারেন “Anna’s Dad”, আবার অন্য কোনো স্পোর্টস গ্রুপে তিনি নিজেকে “Goalkeeper” হিসেবে ট্যাগ করতে পারেন। আগামী কয়েক মাসের মধ্যেই এই সুবিধা সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।

আরও পড়ুন: মানুষ হতে চায় চ্যাটজিপিটি! এআই-এর উত্তরে স্তম্ভিত নেটদুনিয়া

টেক্সট স্টিকার (Text Stickers)

নতুন আপডেটে হোয়াটসঅ্যাপ স্টিকার ব্যবহারের অভিজ্ঞতাকে আরও মজাদার করে তুলছে। এখন থেকে ব্যবহারকারীরা যে কোনো শব্দ টাইপ করলেই সেটিকে মুহূর্তের মধ্যে আকর্ষণীয় স্টিকারে রূপান্তর করতে পারবেন। শুধু তাই নয়, নিজের তৈরি করা এই কাস্টম স্টিকারগুলো ব্যক্তিগত ‘স্টিকার প্যাকে’ জমা রাখা যাবে, যাতে পরবর্তীতে বারবার ব্যবহার করা সহজ হয়।


বিজ্ঞাপন


whatsapp-sticker-cover-image

ইভেন্ট রিমাইন্ডার (Event Reminders)

গ্রুপ চ্যাটে কোনো ইভেন্ট বা জরুরি মিটিং তৈরি করার সময় এখন থেকে ‘কাস্টম আগাম রিমাইন্ডার’ সেট করা যাবে। এই ফিচারের ফলে গ্রুপের সদস্যরা নির্দিষ্ট সময়ের আগেই নোটিফিকেশন পাবেন, যার ফলে গুরুত্বপূর্ণ কোনো কল বা মিটিং মিস হওয়ার সম্ভাবনা থাকবে না।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে ২০২৬ সালের নতুন ফিচার

কবে পাওয়া নতুন ফিচার

প্রাথমিকভাবে এই আধুনিক ফিচারগুলো অ্যানড্রয়েড (Android) ও আইওএস (iOS) ব্যবহারকারীদের জন্য অবমুক্ত করা হবে। তবে মোবাইল ভার্সনে সফলভাবে চালুর পর পর্যায়ক্রমে এটি ওয়েব ভার্সনেও যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর