রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

দেশে প্রথমবার ‘ড্যান্সিং অরোরা’ ডিজাইনে অপো রেনো ১৫ সিরিজের ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ১২:৪৯ পিএম

শেয়ার করুন:

দেশে প্রথমবার ‘ড্যান্সিং অরোরা’ ডিজাইনে অপো রেনো ১৫ সিরিজের ফোন
দেশে প্রথমবার ‘ড্যান্সিং অরোরা’ ডিজাইনে অপো রেনো ১৫ সিরিজের ফোন

কখনো কখনো প্রকৃতি শব্দের দরজা বন্ধ রেখে, কথা বলে আলোর ভাষায়। আকাশ তখন আর আকাশ থাকে না—হয়ে উঠে এক জীবন্ত সত্তা, নড়ে ওঠে, শ্বাস নেয়, আর মেতে ওঠে অনিন্দ্য সুন্দর নৃত্যে। সেই মোহনীয় অভিজ্ঞতা এবার প্রথমবারের মতো বাংলাদেশে উপভোগ করতে যাচ্ছে প্রযুক্তিপ্রেমীরা। ইন্ডাস্ট্রি-লিডিং ড্যান্সিং অরোরা ডিজাইনে শিগগিরই উন্মোচন হতে যাচ্ছে অপো রেনো ১৫ সিরিজ ফাইভজি। 

অরোরা সবসময়ই স্বপ্নদর্শীদের প্রতীক হিসেবে পরিচিত। এই ভাবনাকে কেন্দ্র করেই অপো নিয়ে এসেছে এক নতুন ডিজাইন দর্শন, যা শুধু দেখার জন্য নয়—অনুভব করার জন্য। ড্যান্সিং অরোরা ডিজাইন গতিশীলতা, রূপান্তর ও অন্তর্নিহিত দীপ্তিকে তুলে ধরে। এটি এমন এক নকশা, যা জীবন্ত, পরিবর্তনশীল এবং ব্যবহারকারীর সঙ্গে সাড়া দেয়—ঠিক মানুষের মতোই।


বিজ্ঞাপন


ফোনটি প্রযুক্তির ব্যাপক ব্যবহার থাকলেও আলাদা করে চোখে পড়ে না, বরং শৈল্পিকতায় মিশে থাকে। ইন্ড্রাস্ট্রিতে এই প্রথমবার অরোরার মনোমুগ্ধকর আলোকচ্ছটার এক টেক্সচার ফোনের পেছনের কভারকে প্রাণবন্ত করে তুলেছে। অনন্য নির্ভুলতার সঙ্গে কোটি কোটি আল্ট্রা হাই-ডেফিনিশন অপ্পো গ্লো প্যাটার্ন তৈরি করা হয়েছে কভারে। এসব প্যাটার্নের অগণিত সূক্ষ্ম রেখা আর আলোর ছাপ মিলিয়ে তৈরি হয় এক ধরনের গভীরতা। হাত বুলালেই মনে হয় ভেতরে আরেকটা আকাশ লুকিয়ে আছে।

হাতে ফোন নড়লেই আলো-ছায়ার খেলা বদলে যায়। কোণের সামান্য পরিবর্তনেই ফুটে ওঠে ভিন্ন ভিন্ন রূপ—কখনও শান্ত ও স্নিগ্ধ, কখনও সাহসী ও দীপ্তিমান। মানুষের আবেগের মতোই এটি কখনও স্থির থাকে না। প্রতিটি মুহূর্ত আলাদা, আর সেই পরিবর্তনশীলতাই এর শক্তি—ব্যক্তিত্ব ও আত্মপ্রকাশের প্রতিফলন।

67c39d26-e16f-4c6a-9ce0-4047a8d55abc

এই আকাশছোঁয়া গল্প আরও বিস্তৃত হয়েছে ইন্ডাস্ট্রি-পাইওনিয়ারিং ডাইনামিক হলো ক্যামেরা ডেকো ডিজাইনে। প্রথমবারের মতো ইন্টিগ্রেটেড কোল্ড-কার্ভড গ্লাসের ডেকোরেটিভ ফিল্মে ব্যবহৃত হয়েছে মোজাইক ধাচের আদলে। ভেতরে থাকা ডিপ স্পার্কল লেন্স টেক্সচার মোজাইককে আরও উজ্জ্বল করে তুলেছে, আর প্রান্তে খোদাই করা বর্গাকার রিং আলো প্রতিফলিত করে তৈরি করেছে দৃষ্টিনন্দন গভীরতা।


বিজ্ঞাপন


এর ক্যামেরা মডিউল যেন এক নক্ষত্রমালা—রাতের আকাশে অরোরার চারপাশে ঘুরে বেড়ানো আলো। এটি আর নিঃশব্দে কেন্দ্রে বসে থাকে না; বরং প্রবাহিত হয়, দীপ্ত হয় এবং আধুনিক জীবনের ছন্দের সঙ্গে তাল মেলায়।

আরও পড়ুন: শীতকালে স্মার্টফোন ক্যামেরার লেন্স ঝাপসা হয়ে যায় কেন?

ইন্ডাস্ট্রি-ফার্স্ট ড্যান্সিং অরোরা ডিজাইন নিয়ে অপো রেনো ১৫ সিরিজ ফাইভজি যখন বাংলাদেশে আসতে চলেছে, তখন এটি শুধু নতুন করে দেখার আহ্বান জানায় না—বাইরের জগৎ ও ভেতরের আলো—দুটোকেই নতুনভাবে অনুভব করার সুযোগ এনে দেয়। নীরবে, আত্মবিশ্বাসের সঙ্গে যে দীপ্তি এগিয়ে চলে—তারই নাম অপো রেনো ১৫ সিরিজ ফাইভজি।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর