ভোরের কুয়াশা বা শিশিরভেজা ঘাসের ছবি তোলার জন্য শীতকাল চমৎকার এক সময়। কিন্তু এই ঋতুতেই স্মার্টফোনের ক্যামেরার লেন্স সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়ে। অনেকেই অভিযোগ করেন, শীতের সকালে ছবি তুলতে গেলে দেখা যায় লেন্স কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। এই সাধারণ সমস্যাটি অবহেলার কারণে শখের ফোনের ক্যামেরার স্থায়ী ক্ষতি হতে পারে। আজকের প্রতিবেদনে আমরা জানব শীতকালীন আর্দ্রতা থেকে ফোনের লেন্স সুরক্ষিত রাখার সঠিক উপায়।
শীতকালে ফোনের লেন্স কুয়াশাচ্ছন্ন হয় কেন?
বিজ্ঞাপন
শীতকালে বাইরের তাপমাত্রা অনেক কম থাকে। যখন আমরা পকেট থেকে ফোন বের করি বা গরম ঘর থেকে হুট করে বাইরে বের হই, তখন তাপমাত্রার আকস্মিক পরিবর্তনে লেন্সের গ্লাসের ওপর সূক্ষ্ম জলীয় বাষ্প জমা হয়। একে বিজ্ঞানের ভাষায় 'কনডেনসেশন' বলা হয়। এই বাষ্পের স্তরের কারণেই ছবি ঝাপসা হয়ে আসে।

ভুল পদ্ধতিতে ক্ষতির ঝুঁকি
লেন্স কুয়াশাচ্ছন্ন দেখলে আমরা সাধারণত হাতের কাছে থাকা জামার হাতা, টিস্যু বা রুমাল দিয়ে তা ঘষে পরিষ্কার করার চেষ্টা করি। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কাজ। শীতের বাতাসে ধুলিকণা বেশি থাকে, যা খালি চোখে দেখা যায় না। সাধারণ কাপড় দিয়ে লেন্স ঘষলে ওই ধুলিকণার ঘর্ষণে লেন্সে স্থায়ীভাবে 'স্ক্র্যাচ' বা আঁচড় পড়ে যেতে পারে। এছাড়া জোরে ঘষাঘষির ফলে লেন্সের ওপর থাকা বিশেষ কোটিং (Coating) নষ্ট হয়ে ছবির মান চিরতরে কমিয়ে দেয়।
বিজ্ঞাপন
লেন্সের যত্নে বিশেষজ্ঞ টিপস
মাইক্রো-ফাইবার কাপড়ের ব্যবহার: লেন্স পরিষ্কার করার জন্য সবসময় উন্নত মানের মাইক্রো-ফাইবার কাপড় ব্যবহার করুন। এটি লেন্সের কোনো ক্ষতি না করেই আর্দ্রতা ও ধুলো শুষে নিতে পারে। চশমা পরিষ্কার করার কাপড় বা প্রফেশনাল ক্যামেরা ক্লিনিং কিট এক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে।
মুখের বাতাস এড়িয়ে চলুন: লেন্সের আর্দ্রতা কাটাতে অনেকেই মুখ দিয়ে গরম বাতাস (ফুঁ) দেন। এটি করা একদমই উচিত নয়। মুখের গরম বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, যা সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। এর পরিবর্তে লেন্সটিকে স্বাভাবিক বাতাসে কিছুক্ষণ রাখুন অথবা হালকা বাতাসে শুকিয়ে নেওয়ার চেষ্টা করুন।

লেন্স ক্লিনার ফ্লুইড: যদি লেন্সে আঙুলের ছাপ বা তেলের দাগ লেগে থাকে, তবে সরাসরি লেন্সে পানি বা লিকুইড না দিয়ে মাইক্রো-ফাইবার কাপড়ে সামান্য লেন্স ক্লিনার লাগিয়ে আলতোভাবে মুছে নিন।
তাপমাত্রার সঙ্গে মানিয়ে নেওয়া: খুব ঠান্ডা আবহাওয়া থেকে ফিরেই ঘরের ভেতরে হিটার বা আগুনের কাছে ফোন নেবেন না। ফোনটিকে স্বাভাবিক তাপমাত্রায় আসার জন্য কিছুটা সময় দিন।
আরও পড়ুন: আপনার এই ভুলে ফোনের ক্যামেরা চিরতরে নষ্ট হচ্ছে
স্মার্টফোনের ক্যামেরা লেন্স অত্যন্ত সংবেদনশীল একটি অংশ। সামান্য একটু অসতর্কতা আপনার ফোনের ছবির মান নষ্ট করে দিতে পারে। তাই শীতের সকালে শৈল্পিক ছবি তোলার নেশায় লেন্সের সুরক্ষার কথা ভুলে গেলে চলবে না। সঠিক সরঞ্জাম ও সঠিক পদ্ধতি অনুসরণ করলেই আপনার স্মার্টফোনের ক্যামেরা থাকবে নতুনের মতো সতেজ।
এজেড

