রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ইন্টারনেটের গতি বাড়াতে ওয়াইফাই রাউটারের অ্যান্টেনা কোন পজিশনে রাখবেন? 

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ১১:৪৭ এএম

শেয়ার করুন:

ইন্টারনেটের গতি বাড়াতে ওয়াইফাই রাউটারের অ্যান্টেনা কোন পজিশনে রাখবেন? 
ইন্টারনেটের গতি বাড়াতে ওয়াইফাই রাউটারের অ্যান্টেনা কোন পজিশনে রাখবেন? 

বাসাবাড়ি কিংবা অফিস, বর্তমানে সবখানেই একাধিক অ্যান্টেনা বিশিষ্ট শক্তিশালী ওয়াইফাই রাউটার দেখা যায়। অনেকেই মনে করেন, অ্যান্টেনা বেশি মানেই ইন্টারনেটের গতি বেশি। তবে বাস্তবতা হলো, রাউটারের অ্যান্টেনাগুলো যদি সঠিক পজিশনে বা অ্যাঙ্গেলে রাখা না হয়, তবে দামী রাউটার কিনেও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পাওয়া সম্ভব নয়। রাউটারের সিগন্যাল বাড়ির প্রতিটি কোণায় পৌঁছে দিতে অ্যান্টেনার অবস্থান ঠিক রাখা অত্যন্ত জরুরি।

অ্যান্টেনা কেন গুরুত্বপূর্ণ?


বিজ্ঞাপন


রাউটারের অ্যান্টেনাগুলো মূলত রেডিও তরঙ্গ নির্গত করে যা লম্বভাবে (Perpendicular to the antenna) ছড়িয়ে পড়ে। অর্থাৎ, অ্যান্টেনা যেদিকে মুখ করে থাকে, তার চারপাশ দিয়ে সিগন্যাল সবচেয়ে বেশি প্রবাহিত হয়। তাই অ্যান্টেনাগুলো সব একদিকে কাত করে রাখলে সিগন্যালের মান কমে যেতে পারে।

wifi

রাউটারের অ্যান্টেনা রাখার সঠিক পজিশন

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, রাউটারে একাধিক অ্যান্টেনা থাকলে সেগুলোকে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে রাখা উচিত। নিচে সঠিক নিয়মগুলো তুলে ধরা হলো:


বিজ্ঞাপন


লম্বালম্বি ও আড়াআড়ি (Vertical & Horizontal): আপনার রাউটারে যদি দুটি অ্যান্টেনা থাকে, তবে একটিকে একদম খাড়া বা লম্বালম্বি (Vertical) রাখুন এবং অন্যটিকে শুইয়ে বা আড়াআড়ি (Horizontal) পজিশনে রাখুন। এতে সিগন্যাল ওপর-নিচ এবং ডানে-বামে সমানভাবে ছড়িয়ে পড়বে।

৪টি অ্যান্টেনার ক্ষেত্রে: যদি রাউটারে চারটি অ্যান্টেনা থাকে, তবে মাঝের দুটি লম্বালম্বি এবং পাশের দুটিকে ৪৫ ডিগ্রি বা ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে কিছুটা কাত করে রাখতে পারেন। এতে সিগন্যালটি একটি বৃত্তাকার বা 'ওমনি-ডাইরেকশনাল' কাভারেজ তৈরি করবে।

wifi-router-four-antenna-orientation-img_20240824_172936

ডিভাইসের সাথে সামঞ্জস্য: আমাদের স্মার্টফোন বা ল্যাপটপের ভেতরে থাকা ওয়াই-ফাই রিসিভারগুলো একেকটি একেক অ্যাঙ্গেলে থাকে। রাউটারের অ্যান্টেনাগুলো বিভিন্ন পজিশনে রাখলে যেকোনো পজিশনে থাকা ডিভাইস দ্রুত সিগন্যাল ধরতে পারে।

রাউটার স্থাপনে আরও কিছু সতর্কতা

অ্যান্টেনা পজিশনের পাশাপাশি রাউটারটি স্থাপনের জায়গাও গুরুত্বপূর্ণ। সিগন্যাল বাধাগ্রস্ত হওয়া এড়াতে নিচের বিষয়গুলো খেয়াল রাখুন:

১. উঁচু স্থানে স্থাপন: রাউটার মেঝেতে বা নিচু টেবিলের নিচে না রেখে অন্তত ৫ থেকে ৬ ফুট উচ্চতায় কোনো তাকে বা দেয়ালে মাউন্ট করে রাখুন।

router_20250213_113939537

২. দেয়াল বা বাধা থেকে দূরে: রাউটারটি ঘরের কোণায় বা আলমারির ভেতরে না রেখে খোলামেলা জায়গায় রাখুন। মোটা দেয়াল বা আসবাবপত্র সিগন্যাল কমিয়ে দেয়। 

৩. ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরত্ব: মাইক্রোওয়েভ ওভেন, কর্ডলেস ফোন বা ব্লুটুথ স্পিকার থেকে রাউটার দূরে রাখুন, কারণ এগুলোর ফ্রিকোয়েন্সি ওয়াই-ফাই সিগন্যালে হস্তক্ষেপ করতে পারে।

আরও পড়ুন: রাউটারে ইন্টারনেট কেন ছেড়ে দেয়? জেনে নিন সমস্যা ও সমাধানের উপায়

সঠিক পজিশনে অ্যান্টেনা বিন্যাস করলে আপনার ইন্টারনেট সংযোগ আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল এবং দ্রুত হবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর