রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

রাউটারে ইন্টারনেট কেন ছেড়ে দেয়? জেনে নিন সমস্যা ও সমাধানের উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ১০:৪৪ এএম

শেয়ার করুন:

রাউটারে ইন্টারনেট কেন ছেড়ে দেয়? জেনে নিন সমস্যা ও সমাধানের উপায়
রাউটারে ইন্টারনেট কেন ছেড়ে দেয়? জেনে নিন সমস্যা ও সমাধানের উপায়

ইন্টারনেট ব্যবহারের সময় হুটহাট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া বর্তমান সময়ে অন্যতম এক যন্ত্রণার নাম। গুরুত্বপূর্ণ মিটিং, অনলাইন ক্লাস কিংবা গেম খেলার মাঝপথে রাউটার থেকে ইন্টারনেট ছেড়ে দিলে কেবল কাজের ক্ষতিই হয় না, মেজাজও বিগড়ে যায়। কিন্তু ঠিক কী কী কারণে রাউটার বারবার ডিসকানেক্ট হয় এবং এর সমাধানই বা কী? আজকের প্রতিবেদনে আমরা সেই সম্ভাব্য কারণ ও প্রতিকারগুলো নিয়ে আলোচনা করব।


বিজ্ঞাপন


রাউটার ইন্টারনেট ছেড়ে দেওয়ার সাধারণ কারণ

রাউটারের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পেছনে বেশ কিছু কারিগরি ও বাহ্যিক কারণ থাকতে পারে:

হার্ডওয়্যার ত্রুটি: রাউটারের পাওয়ার সাপ্লাই ইউনিট, ওয়াই-ফাই অ্যাডাপ্টার কিংবা অভ্যন্তরীণ কোনো সার্কিট ক্ষতিগ্রস্ত হলে সংযোগে সমস্যা হতে পারে।

সফটওয়্যার বা ফার্মওয়্যার সমস্যা: রাউটারের অপারেটিং সিস্টেম বা ফার্মওয়্যারে কোনো বাগ থাকলে কিংবা কনফিগারেশন ভুল হলে ইন্টারনেট বারবার ছেড়ে দেয়।


বিজ্ঞাপন


router_20250213_113939537

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (ISP) সমস্যা: অনেক সময় সমস্যাটি রাউটারের নয় বরং আপনার ইন্টারনেট প্রদানকারীর সার্ভার বা লাইনের ত্রুটির কারণেও হতে পারে।

পরিবেশগত প্রভাব: অতিরিক্ত তাপ, আর্দ্রতা কিংবা রাউটারটি কোনো বদ্ধ জায়গায় রাখলে সেটি ওভারহিট হয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

সমস্যা সমাধানে যা করবেন

আপনার রাউটার যদি ঘনঘন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে, তবে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করতে পারেন:

১. রাউটার রিস্টার্ট দিন: যেকোনো ছোটখাটো সফটওয়্যার জটিলতা কাটাতে রাউটার একবার বন্ধ করে পুনরায় চালু (Restart) করা সবচেয়ে কার্যকর সমাধান।

আরও পড়ুন: রাউটার কেনার আগে এই ৫টি বিষয়ে জানা জরুরি

২. ফার্মওয়্যার আপডেট: রাউটার নির্মাতা প্রতিষ্ঠানগুলো নিয়মিত নতুন আপডেট রিলিজ করে। রাউটারের সেটিংসে গিয়ে সর্বশেষ ফার্মওয়্যারটি আপডেট করে নিন। 

৩. সঠিক অবস্থান নির্বাচন: রাউটারটিকে সব সময় একটি খোলা এবং পর্যাপ্ত বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন। অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে রাউটার কিছুটা দূরে রাখা ভালো, যাতে সিগন্যালে হস্তক্ষেপ না ঘটে।

Router_কেনার_আগে_যে_বিষয়গুলো_জানা_জরুরি_03_1747651709

৪. আইএসপি (ISP) এর সহায়তা: যদি নিজের রাউটারে কোনো সমস্যা খুঁজে না পান, তবে দ্রুত আপনার ইন্টারনেট সার্ভিস প্রদানকারীর সাথে যোগাযোগ করুন এবং তাদের লাইনে কোনো ত্রুটি আছে কি না তা যাচাই করুন।

যখন রাউটার বদলে ফেলা জরুরি

আমাদের দেশের ব্রডব্যান্ড প্রযুক্তি এবং ইন্টারনেটের গতি দ্রুত আধুনিক হচ্ছে। অনেক সময় পুরনো রাউটারের হার্ডওয়্যার বর্তমান উচ্চগতির ইন্টারনেটের সাথে তাল মেলাতে পারে না। আপনার রাউটারটি যদি অনেক বছরের পুরনো হয় এবং ফার্মওয়্যার আপডেট করেও কাজ না হয়, তবে নতুন একটি আধুনিক রাউটার কেনাই হবে বুদ্ধিমানের কাজ।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর