রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

রাউটার কেনার টিপস

রাউটার কেনার আগে এই ৫টি বিষয়ে জানা জরুরি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬ এএম

শেয়ার করুন:

রাউটার কেনার আগে এই ৫টি বিষয়ে জানা জরুরি
রাউটার কেনার আগে এই ৫টি বিষয়ে জানা জরুরি

বর্তমান সময়ে ঘর কিংবা অফিসইন্টারনেট সংযোগের জন্য ব্রডব্যান্ড ক্যাবলের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ওয়াইফাই রাউটার। বাজারে হাজার হাজার ব্র্যান্ড আর মডেলের ভিড়ে সঠিক রাউটারটি খুঁজে নেওয়া গ্রাহকদের জন্য প্রায়ই চ্যালেঞ্জিং হয়ে পড়ে। রাউটার কেনার আগে কোন বিষয়গুলো মাথায় রাখলে আপনি সেরা সার্ভিসটি পাবেন, তা নিয়ে আজকের এই প্রতিবেদন।


বিজ্ঞাপন


কাভারেজ এরিয়া ও এন্টিনার অবস্থান

রাউটার বাছাইয়ের ক্ষেত্রে সবচেয়ে আগে মাথায় রাখতে হয় এর নেটওয়ার্ক কাভারেজ। রাউটার থেকে দূরত্ব যত বাড়ে, ইন্টারনেটের গতি তত কমতে থাকে। আপনার বাড়ির আয়তন বড় হলে ৪টি এন্টিনা বিশিষ্ট রাউটার বেছে নেওয়া ভালো। কাভারেজ বাড়াতে ২টি এন্টিনা অনুভূমিক (Horizontal) এবং ২টি উল্লম্ব (Vertical) পজিশনে রাখলে ভালো সিগন্যাল পাওয়া সম্ভব। রাউটারটি এমন কোনো কেন্দ্রীয় জায়গায় স্থাপন করুন, যেখান থেকে চারদিকে সমানভাবে সিগন্যাল পৌঁছাতে পারে।

Router_কেনার_আগে_যে_বিষয়গুলো_জানা_জরুরি_03_1747651709

রাউটার প্রসেসর ও র‍্যাম


বিজ্ঞাপন


ভারী কাজ যেমনঅনলাইন গেমিং, স্ট্রিমিং বা বড় ডাটা ব্যাকআপের জন্য শক্তিশালী প্রসেসরের রাউটার প্রয়োজন। সাধারণ ব্যবহারের জন্য সিঙ্গেল কোর প্রসেসর ও ৩২ এমবি র‍্যাম যথেষ্ট হলেও, হেভি ইউজারদের জন্য ডুয়াল কোর প্রসেসর ও ১২৮ এমবি র‍্যাম সমৃদ্ধ রাউটার অনেক বেশি পাওয়ারফুল ব্যাকআপ দেয়। স্বনামধন্য ব্র্যান্ডগুলো তাদের পণ্যের গায়ে র‍্যাম ও প্রসেসরের বিবরণ উল্লেখ করে, যা থেকে ডিভাইসের পারফরম্যান্স সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।

রাউটারের স্ট্যান্ডার্ড সম্পর্কে ধারণা

ওয়াইফাই রাউটারগুলো সরকার নির্ধারিত মানদণ্ড কর্তৃক নির্ধারিত স্ট্যান্ডার্ড মেনে তৈরি হয়। বর্তমানে বাজারে ৮০২.১১ b/g/n মডেলের রাউটারগুলো সবচেয়ে বেশি দেখা যায় এবং এগুলো বাসাবাড়ির জন্য সাশ্রয়ী। তবে যারা দ্রুতগতির ডাটা ট্রান্সমিশন পছন্দ করেন, তারা ৮০২.১১ac বা ৮০২.১১ax (Wi-Fi 6) বেছে নিতে পারেন। তবে মনে রাখতে হবে, ৫ গিগাহার্টজ (5GHz) ফ্রিকোয়েন্সি পেতে আপনার স্মার্টফোন বা ল্যাপটপটিও সেই প্রযুক্তি সমর্থিত হতে হবে।

wifi-main-20230810092101

বাজেট ও মূল্য নির্ধারণ

রাউটারের মূল্য সাধারণত এর ফ্রিকোয়েন্সি এবং কানেকশন রেঞ্জের ওপর নির্ভর করে। ১৫০০ থেকে ২০০০ টাকার মধ্যে মানসম্মত বেসিক রাউটার পাওয়া গেলেও, ভালো মানের ৮০২.১১ac রাউটারের জন্য ৪০০০ থেকে ৫০০০ টাকা বাজেট রাখা প্রয়োজন। অন্যদিকে, বড় প্রাতিষ্ঠানিক ব্যবহারের জন্য আধুনিক ৮০২.১১ax রাউটারগুলোর দাম ৩৫,০০০ থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত হতে পারে।

ব্যান্ডউইথ কন্ট্রোল সুবিধা

সবশেষে দেখে নিতে হবে রাউটারে ব্যান্ডউইথ কন্ট্রোল বা ম্যানেজমেন্ট সুবিধা আছে কিনা। একই ইন্টারনেট সংযোগে একাধিক ব্যক্তি কাজ করলে অনেক সময় গতি ভাগ হয়ে যায়। রাউটারে আপস্ট্রিম বা ডাউনস্ট্রিম লিমিট সেট করার সুবিধা থাকলে আপনি নির্দিষ্ট কোনো ডিভাইসকে প্রাধান্য (Priority) দিতে পারবেন, যা জুম মিটিং বা গেমিংয়ের সময় বাফারিং কমাতে সাহায্য করবে।

আরও পড়ুন: ওয়াইফাই রাউটার ২৪ ঘণ্টা চালু রাখা কি ঠিক?

একটি নিরবচ্ছিন্ন এবং উচ্চগতির ইন্টারনেট অভিজ্ঞতা পেতে ভালো মানের রাউটারের বিকল্প নেই। তাই কেনার আগে ব্র্যান্ডের পাশাপাশি আপনার প্রয়োজন এবং ডিভাইসের কারিগরি দিকগুলো ভালো করে যাচাই করে নিন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর