সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

১২৫ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং: পানির দরে মিলছে মটোরোলার এই ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ০৩:১১ পিএম

শেয়ার করুন:

১২৫ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং: পানির দরে মিলছে মটোরোলার এই ফোন
১২৫ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং: পানির দরে মিলছে মটোরোলার এই ফোন

নতুন বছর ২০২৬-এর শুরুতেই স্মার্টফোন বাজারে শুরু হয়েছে অফারের ধামাকা। বিশেষ করে প্রিমিয়াম ফিচারের ফোন যারা বাজেটের মধ্যে খুঁজছেন, তাদের জন্য সেরা সুযোগ নিয়ে এলো মটোরোলা। কোম্পানিটির জনপ্রিয় ওয়াটারপ্রুফ স্মার্টফোন 'Motorola Edge 50 Pro' এখন অবিশ্বাস্য ছাড়ে কেনা যাচ্ছে। আকর্ষণীয় এই ফোনের সবচেয়ে বড় চমক হলো এর ১২৫ ওয়াটের আল্ট্রা-ফাস্ট চার্জিং সুবিধা।


বিজ্ঞাপন


১২৫ ওয়াটের চার্জিং ও ব্যাটারি

মটোরোলা এজ ৫০ প্রো ফোনে ব্যবহার করা হয়েছে ৪,৫০০ mAh-এর ব্যাটারি। তবে এর বিশেষত্ব হলো ১২৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। এই প্রযুক্তির ফলে ফোনটি মাত্র কয়েক মিনিটেই শূন্য থেকে ফুল চার্জ হয়ে যাবে, যা বর্তমান ব্যস্ত জীবনে ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তি। দীর্ঘ সময় চার্জে বসিয়ে রাখার ঝামেলা থেকে মুক্তি দিতে এই ফোনে হাই-স্পিড চার্জিং নিশ্চিত করেছে মটোরোলা।

দাম ও বিশাল ছাড়

ভারতে মটোরোলা এজ ৫০ প্রো-এর ১২জিবি র‍্যাম ও ২৫৬জিবি স্টোরেজ ভেরিয়েন্টটি ৩৫,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছিল। তবে বর্তমানে অ্যামাজনে (Amazon) এই ফোনের 'ব্ল্যাক বিউটি' মডেলটি মাত্র ২৩,৯৮৫ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। অর্থাৎ সরাসরি ১২,০১৪ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ক্রেতারা। এর পাশাপাশি পুরনো ফোন এক্সচেঞ্জ করে আরও বাড়তি সুবিধার সুযোগও থাকছে।


বিজ্ঞাপন


motorola-edge-50-pro-price-cut-1-1754139624

অন্যান্য দুর্দান্ত ফিচার

১২৫ ওয়াটের চার্জার ছাড়াও ফোনটিতে রয়েছে চোখ ধাঁধানো সব স্পেসিফিকেশন:

ডিসপ্লে: ৬.৭ ইঞ্চির কার্ভড pOLED ডিসপ্লে, যাতে রয়েছে ১.৫কে রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট। এর ২,০০০ নিটস পিক ব্রাইটনেস কড়া রোদেও স্বচ্ছ ভিউ দেবে।

প্রসেসর: পারফরম্যান্সের জন্য এতে রয়েছে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ (Snapdragon 7 Gen 3) চিপসেট।

moto-edge-50-pro-1728650779

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য পেছনে রয়েছে তিনটি ক্যামেরা৫০০ মেগাপিক্সেল মেইন (OIS সহ), ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। সেলফি প্রেমীদের জন্য সামনে দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের শক্তিশালী ফ্রন্ট ক্যামেরা।

আরও পড়ুন: ফোনের চার্জিং পোর্টের পাশে এই ছোট্ট ছিদ্রের ব্যবহার অনেকেই জানেন না

পানিরোধী (Waterproof) সক্ষমতা এবং ১২৫ ওয়াটের সুপার ফাস্ট চার্জিংয়ের কম্বিনেশন এই ফোনটিকে বর্তমান বাজারের অন্যতম সেরা ডিল হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর