সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ফেসবুক গ্রুপের প্রাইভেসি নীতিতে বড় পরিবর্তন

প্রাইভেট গ্রুপ পাবলিক করার সুযোগ দিচ্ছে ফেসবুক

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬, ০৪:১২ পিএম

শেয়ার করুন:

প্রাইভেট গ্রুপ পাবলিক করার সুযোগ দিচ্ছে ফেসবুক
প্রাইভেট ফেসবুক

ফেসবুক গ্রুপ অ্যাডমিনদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে মেটা। এখন থেকে ফেসবুক গ্রুপের অ্যাডমিনরা তাদের বিদ্যমান ‘প্রাইভেট’ (Private) গ্রুপগুলোকে চাইলে ‘পাবলিক’ (Public) গ্রুপে রূপান্তর করতে পারবেন। এতদিন ফেসবুকের নিয়মে একবার কোনো গ্রুপ প্রাইভেট করা হলে তা আর পাবলিক করার সুযোগ ছিল না।

নতুন এই আপডেটে যা থাকছে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রুপের রিচ বা ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর পরিধি বাড়াতে এই ফিচারটি চালু করা হয়েছে। এর মাধ্যমে গ্রুপের ভেতরে থাকা গুরুত্বপূর্ণ আলোচনা বা তথ্যগুলো এখন থেকে মেম্বারদের বাইরেও সাধারণ ব্যবহারকারীরা দেখতে পাবেন। তবে এই পরিবর্তনটি করার জন্য ফেসবুক কিছু নির্দিষ্ট শর্ত ও সময়সীমা নির্ধারণ করে দিয়েছে।


বিজ্ঞাপন


GROUP

যেভাবে প্রাইভেট গ্রুপ পাবলিক করবেন
 
১. প্রথমে আপনার গ্রুপের ‘সেটিংস’ (Settings) অপশনে যান।

২. ‘সেটআপ গ্রুপ’ (Set up Group) অপশনের অধীনে থাকা ‘প্রাইভেসি’ (Privacy) বাটনে ক্লিক করুন। 

৩. সেখানে ‘Public’ অপশনটি সিলেক্ট করে পরিবর্তনটি সেভ করুন।


বিজ্ঞাপন


public-private-signs-0523

গুরুত্বপূর্ণ কিছু শর্ত ও সতর্কতা ফেসবুকের নীতি অনুযায়ী, কোনো প্রাইভেট গ্রুপকে পাবলিকে রূপান্তর করার পর আগামী ৭২ ঘণ্টা বা ৩ দিন পর্যন্ত তা একটি ‘রিভিউ পিরিয়ড’-এ থাকবে। এই সময়ের মধ্যে যেকোনো অ্যাডমিন চাইলে আবারও পরিবর্তনটি বাতিল করতে পারবেন। তবে ৭২ ঘণ্টা পার হয়ে গেলে গ্রুপটি স্থায়ীভাবে পাবলিক হয়ে যাবে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছে কি না বুঝবেন যেভাবে

উল্লেখ্য যে, ৫০০০-এর বেশি সদস্য থাকা গ্রুপগুলোর ক্ষেত্রে প্রাইভেসি পরিবর্তনের ক্ষেত্রে মেটা বাড়তি নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখছে। এছাড়া গ্রুপ পাবলিক হয়ে গেলে আগের সব ‘প্রাইভেট’ পোস্টও সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে, তাই পরিবর্তনের আগে সদস্যদের মতামত নেওয়া এবং গ্রুপের কনটেন্ট যাচাই করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর