বর্তমান সময়ে যোগাযোগ মাধ্যমের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ (WhatsApp)। বন্ধু-বান্ধব কিংবা অফিসের প্রয়োজনে আমরা নিয়মিত এই অ্যাপটি ব্যবহার করি। তবে অনেক সময় দেখা যায়, পরিচিত কেউ হুট করে মেসেজের উত্তর দেওয়া বন্ধ করে দিয়েছেন কিংবা তার প্রোফাইল দেখা যাচ্ছে না। তখন মনে সন্দেহ জাগে—তিনি কি আপনাকে 'ব্লক' করে দিয়েছেন?
হোয়াটসঅ্যাপ নিরাপত্তার স্বার্থে কাউকে ব্লক করার বিষয়ে সরাসরি কোনো বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন পাঠায় না। তবে কয়েকটি ছোট ছোট সংকেত দেখে আপনি সহজেই বিষয়টি নিশ্চিত হতে পারেন।
বিজ্ঞাপন
১. ‘লাস্ট সিন’ বা অনলাইন স্ট্যাটাস অদৃশ্য হওয়া
যদি কেউ আপনাকে ব্লক করে থাকে, তবে আপনি তার ‘লাস্ট সিন’ (শেষ কখন সক্রিয় ছিলেন) বা ‘অনলাইন’ স্ট্যাটাস দেখতে পাবেন না। তবে মনে রাখবেন, অনেক ব্যবহারকারী ব্যক্তিগত গোপনীয়তা বা 'প্রাইভেসি সেটিংস' ব্যবহার করেও এই তথ্য লুকিয়ে রাখেন। তাই এটি ব্লক হওয়ার প্রাথমিক ইঙ্গিত হলেও নিশ্চিত প্রমাণ নয়।
২. প্রোফাইল ছবি বা ডিপি না দেখা
ব্লক হওয়ার একটি বড় লক্ষণ হলো প্রোফাইল ছবি বা ডিসপ্লে পিকচার (DP) উধাও হয়ে যাওয়া। আপনাকে ব্লক করা হলে ওই ব্যক্তির প্রোফাইলে কেবল একটি ধূসর মানুষের অবয়ব দেখা যাবে। এমনকি তিনি নিজের ছবি পরিবর্তন করলেও আপনার কাছে তা আপডেট হবে না।
বিজ্ঞাপন

৩. মেসেজে একটি মাত্র ‘টিক’ চিহ্ন
সাধারণত মেসেজ পাঠালে একটি টিক (Sent), পৌঁছালে দুটি ধূসর টিক (Delivered) এবং পড়লে দুটি নীল টিক (Read) দেখা যায়। কিন্তু আপনাকে ব্লক করা হলে আপনার পাঠানো মেসেজে কেবল একটি ধূসর টিক চিহ্ন স্থায়ীভাবে থেকে যাবে। অর্থাৎ আপনার মেসেজটি আর অপর পক্ষের ফোনে পৌঁছাবে না।
৪. হোয়াটসঅ্যাপ কল সংযোগ না হওয়া
আপনি যদি তাকে হোয়াটসঅ্যাপে কল করেন এবং সেটি রিং হওয়ার বদলে দীর্ঘক্ষণ শুধু ‘কলিং’ (Calling) লেখা দেখায়, তবে ধরে নিতে পারেন আপনাকে ব্লক করা হয়েছে। তবে দুর্বল ইন্টারনেট সংযোগের কারণেও এমন হতে পারে, তাই কল দেওয়ার আগে নেটওয়ার্ক যাচাই করে নিন।
৫. গ্রুপ টেস্ট বা দলগত চ্যাট পরীক্ষা
এটি ব্লক হওয়া নিশ্চিত করার সবচেয়ে কার্যকর উপায়। আপনি একটি নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলুন এবং ওই ব্যক্তিকে সেখানে যুক্ত করার চেষ্টা করুন। যদি আপনাকে ব্লক করা হয়ে থাকে, তবে স্ক্রিনে 'Could not add participant' বা 'সদস্য যুক্ত করা সম্ভব নয়' এমন বার্তা দেখা যাবে। এটি দেখা দিলে আপনি প্রায় নিশ্চিত হতে পারেন যে ওই ব্যক্তি আপনাকে ব্লক করেছেন।
আরও পড়ুন: ব্যাটারির সুরক্ষায় স্মার্টফোনে কি ওভারচার্জ প্রটেকশন থাকে?
ব্লক হলে আপনার করণীয়
কাউকে ব্লক করা সম্পূর্ণই ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়। তাই এ নিয়ে আতঙ্কিত বা বিচলিত না হয়ে অপর ব্যক্তির ব্যক্তিগত পরিসরের (Personal Space) প্রতি সম্মান জানানোই বুদ্ধিমানের কাজ। যদি যোগাযোগ করা অত্যন্ত জরুরি হয়, তবে সরাসরি ফোন কল, এসএমএস বা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করতে পারেন।
এজেড

