স্মার্টফোনের ব্যাটারি নিরাপত্তা ও স্থায়িত্ব নিয়ে ব্যবহারকারীদের মধ্যে অনেক সময় নানা প্রশ্ন কাজ করে। বিশেষ করে রাতে চার্জ দিয়ে ঘুমিয়ে পড়লে ফোনের ক্ষতি হবে কি না, তা নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। ঢাকা মেইলের তথ্যপ্রযুক্তি পাঠকদের জন্য স্মার্টফোনের ওভারচার্জ প্রটেকশন বা অতি-চার্জ সুরক্ষা ব্যবস্থা নিয়ে বিশেষ প্রতিবেদনটি নিচে দেওয়া হলো-
স্মার্টফোনেও আছে নিরাপত্তা কবচ: জানুন ওভারচার্জ প্রটেকশন সম্পর্কে
বিজ্ঞাপন
প্রযুক্তির উন্নতির ফলে বর্তমান সময়ের স্মার্টফোনগুলো আগের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান হয়ে উঠেছে। ব্যবহারকারীরা অনেক সময় ফোন চার্জে দিয়ে দীর্ঘক্ষণ ফেলে রাখেন। তবে আধুনিক ফোনে এমন কিছু বিল্ট-ইন সুরক্ষা ব্যবস্থা থাকে যা ব্যাটারিকে নষ্ট হওয়া বা অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করে।
স্মার্টফোনের প্রধান কিছু ওভারচার্জ প্রটেকশন ব্যবস্থা নিচে আলোচনা করা হলো-
১. অটো-কাট অফ প্রযুক্তি (Auto-cut off)
আধুনিক স্মার্টফোনে চার্জ ১০০ শতাংশ হয়ে গেলে বিদ্যুৎ সরবরাহ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম (BMS) নামক একটি চিপ এই পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করে। ফলে চার্জার সংযুক্ত থাকলেও ব্যাটারিতে বাড়তি কোনো বিদ্যুৎ প্রবেশ করতে পারে না।
বিজ্ঞাপন
২. ট্রিকল চার্জিং (Trickle Charging)
ফোন যখন ৮০ বা ৯০ শতাংশ চার্জ হয়ে যায়, তখন চার্জিংয়ের গতি উল্লেখযোগ্যভাবে কমে যায়। একে বলা হয় 'ট্রিকল চার্জিং'। এটি ব্যাটারির ওপর চাপ কমায় এবং কোষগুলোকে ধীরে ধীরে পূর্ণ হতে সাহায্য করে, যা ব্যাটারির আয়ু বাড়াতে কার্যকর।
৩. স্মার্ট চার্জিং ও এআই প্রযুক্তি (AI-Driven Charging)
এখনকার অনেক ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি থাকে। এটি ব্যবহারকারীর ঘুমানোর এবং ঘুম থেকে ওঠার অভ্যাস পর্যবেক্ষণ করে। যেমন— রাতে ফোন চার্জে দিলে এটি ৮০ শতাংশ পর্যন্ত দ্রুত চার্জ হয় এবং বাকি ২০ শতাংশ চার্জ আপনার ঘুম থেকে ওঠার ঠিক আগে সম্পন্ন করে।

৪. থার্মাল ম্যানেজমেন্ট (Thermal Management)
ব্যাটারি চার্জ হওয়ার সময় যদি ফোন অতিরিক্ত গরম হয়ে যায়, তবে সেন্সরগুলো তা শনাক্ত করতে পারে। নিরাপত্তা নিশ্চিত করতে সিস্টেম তখন স্বয়ংক্রিয়ভাবে চার্জিংয়ের গতি কমিয়ে দেয় বা সাময়িকভাবে বন্ধ করে দেয় যাতে বিস্ফোরণ বা অভ্যন্তরীণ ক্ষতি না হয়।
৫. ভোল্টেজ রেগুলেশন
চার্জার থেকে আসা ভোল্টেজ যদি অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তবে ফোনের চার্জিং আইসি (IC) বিদ্যুৎ প্রবাহ বিচ্ছিন্ন করে দেয়। এটি স্মার্টফোনের মাদারবোর্ড এবং ব্যাটারি উভয়কেই পুড়ে যাওয়া থেকে বাঁচায়।
আরও পড়ুন: আপনি কি বালিশের নিচে ফোন রেখে ঘুমান? জানুন কী ক্ষতি হচ্ছে
পাঠকদের জন্য পরামর্শ: সুরক্ষা ব্যবস্থা থাকলেও ফোন সবসময় ১০০ শতাংশ পূর্ণ না করে ৮০-৯০ শতাংশের মধ্যে রাখা ব্যাটারির স্বাস্থ্যের জন্য ভালো। এছাড়া সবসময় ফোনের সাথে পাওয়া অরিজিনাল চার্জার বা ব্র্যান্ডের অনুমোদিত চার্জার ব্যবহারের চেষ্টা করুন।
আপনার জন্য পরবর্তী ধাপ: আপনি কি স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়ানোর টিপস নিয়ে কোনো আলাদা ফিচার তৈরি করতে চান? নাকি ল্যাপটপের চার্জিং নিরাপত্তা নিয়ে জানতে আগ্রহী?
এজেড

