মোবাইল ফোন এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। সারাদিনের প্রয়োজনীয় কাজ থেকে শুরু করে বিনোদন— সবকিছুর জন্যই আমরা ফোনের ওপর নির্ভরশীল। কিন্তু এই ফোন সচল রাখার প্রধান মাধ্যম অর্থাৎ চার্জারটি যদি বারবার নষ্ট হতে থাকে, তবে বিপত্তির শেষ থাকে না। অনেকেই চার্জার নষ্ট হওয়ার জন্য কোম্পানিকে দোষারোপ করেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ভুল ব্যবহারের কারণে চার্জারের আয়ু কমে যায়।
বারবার নতুন চার্জার কেনার ঝামেলা এড়াতে ফোন চার্জ দেওয়ার সময় নিচের বিষয়গুলো মনে রাখা জরুরি।
বিজ্ঞাপন
অতিরিক্ত চার্জ দেওয়ার অভ্যাস ত্যাগ করুন
অনেকেরই অভ্যাস আছে ফোন বারবার চার্জে দেওয়া কিংবা ১০০ শতাংশ চার্জ হওয়ার পরেও প্লাগ সংযুক্ত করে রাখা। এমনকি অনেকে রাতভর ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। এই অভ্যাসগুলো চার্জারের অভ্যন্তরীণ সার্কিটের মারাত্মক ক্ষতি করে। অতিরিক্ত চার্জিংয়ের ফলে চার্জারের ভেতরের সূক্ষ্ম তারগুলো গরম হয়ে দুর্বল হয়ে পড়ে এবং এক সময় তা অকেজো হয়ে যায়।
নকল বা সস্তা চার্জার ব্যবহার থেকে বিরত থাকুন
সাশ্রয়ের জন্য অনেকেই বাজার থেকে সস্তা বা নকল চার্জার কেনেন। ডুপ্লিকেট চার্জার ফোনের ব্যাটারি এবং চার্জার—উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ। এছাড়া ঢিলেঢালা সকেট বা ত্রুটিপূর্ণ সুইচে চার্জার লাগানো হলে অতিরিক্ত চাপের সৃষ্টি হয়, যা চার্জারকে দ্রুত নষ্ট করে দেয়। তাই সবসময় ফোনের সাথে আসা আসল (Original) চার্জার ব্যবহারের চেষ্টা করুন।
বিজ্ঞাপন
_20261228_114850323.webp)
চার্জার ক্যাবল ও পোর্টের সঠিক যত্ন
চার্জে থাকা অবস্থায় ফোন ব্যবহার করা অনেকেরই নিয়মিত অভ্যাস। এতে চার্জার ক্যাবলটি বারবার বাঁকা হয়, ফলে ভেতরে থাকা তামার তার ছিঁড়ে যেতে পারে। এর ফলে চার্জিং ধীর হয়ে যায় এবং শেষ পর্যন্ত চার্জারটি পুরোপুরি নষ্ট হয়ে যায়। এছাড়া ফোন চার্জ দেওয়ার সময় বিছানা বা বালিশের ওপর রাখা উচিত নয়। এতে তাপ আটকে গিয়ে ফোন ও চার্জার উভয়ই ক্ষতিগ্রস্ত হতে পারে।
নিরাপদ চার্জিংয়ের জন্য আরও কিছু পরামর্শ:
সমতল ও ঠান্ডা স্থান: ফোন সবসময় শক্ত ও সমতল জায়গায় রেখে চার্জ দিন।
আরও পড়ুন: শুধু কথা বলার জন্য সস্তায় ফোন খুঁজছেন? এইচএমডি নিয়ে এল দারুণ সুযোগ
কেবল টানবেন না: চার্জার খোলার সময় তার ধরে না টেনে সরাসরি প্লাগ ধরে আলতোভাবে খুলে ফেলুন।
অপ্রয়োজনীয় সংযোগ বিচ্ছিন্ন: চার্জ দেওয়া শেষ হলে সুইচ বন্ধ করুন এবং প্লাগ খুলে রাখুন।
সঠিক নিয়ম মেনে চার্জার ব্যবহার করলে এটি যেমন দীর্ঘস্থায়ী হবে, তেমনি আপনার প্রিয় স্মার্টফোনটিও থাকবে নিরাপদ।
এজেড

