রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শুধু কথা বলার জন্য সস্তায় ফোন খুঁজছেন? এইচএমডি নিয়ে এল দারুণ সুযোগ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ এএম

শেয়ার করুন:

শুধু কথা বলার জন্য সস্তায় ফোন খুঁজছেন? এইচএমডি নিয়ে এল দারুণ সুযোগ
শুধু কথা বলার জন্য সস্তায় ফোন খুঁজছেন? এইচএমডি নিয়ে এল দারুণ সুযোগ

স্মার্টফোনের যুগেও অনেকে শুধু কথা বলার জন্য সাধারণ ও টেকসই ডিভাইসের খোঁজ করেন। বিশেষ করে প্রবীণরা টাচস্ক্রিনের চেয়ে বাটন বা কিপ্যাড ফোনেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। এই চাহিদাকে মাথায় রেখে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি (HMD) ভারতে সাশ্রয়ী মূল্যে নতুন দুটি কিপ্যাড ফোন বাজারে ছেড়েছে। অবিশ্বাস্য দামে ফোন দুটি এরই মধ্যে ক্রেতাদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।

নতুন এই দুটি মডেল হলো এইচএমডি ১০১ এবং এইচএমডি ১০০। মূলত সাধারণ ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এগুলো তৈরি করা হয়েছে।


বিজ্ঞাপন


এইচএমডি ১০১-এর বৈশিষ্ট্য ও ব্যাটারি

এইচএমডি ১০১ ফোনে রয়েছে ১০০০ এমএএইচ (mAh) ক্ষমতা সম্পন্ন শক্তিশালী ব্যাটারি। দ্রুত চার্জ দেওয়ার জন্য এতে ২.৭৫ ওয়াটের তারযুক্ত (Wired) চার্জিং সুবিধা পাওয়া যাবে। উন্নত পারফরম্যান্সের জন্য ফোনটিতে ইউনিসক ৬৫৩৩জি (Unisoc 6533G) প্রসেসর ব্যবহার করা হয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী, একবার পূর্ণ চার্জ দিলে এই ফোনে একটানা প্রায় ৭ ঘণ্টা কথা বলা সম্ভব।

দাম ও স্টোরেজ সুবিধা

ফোন দুটির প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে মাত্র ভারতে ৯৪৯ রুপি। তবে এইচএমডি ইন্ডিয়া স্টোরে ১০১ মডেলটির দাম ধার্য করা হয়েছে ১০৪৯ রুপি, যার সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) ১১৯৯ রুপি। এতে রয়েছে ৪ এমবি র‍্যাম এবং ৪ এমবি স্টোরেজ।


বিজ্ঞাপন


hmd

অন্যদিকে, এইচএমডি ১০০ মডেলটির সর্বোচ্চ খুচরা মূল্য রাখা হয়েছে ১০৯৯ রুপি। এই মডেলে রয়েছে ৮ এমবি র‍্যাম এবং ৪ এমবি স্টোরেজ সুবিধা। স্মার্টফোনের তুলনায় র‍্যাম বা মেমোরি কম মনে হলেও শুধু কথা বলা বা বার্তা পাঠানোর জন্য এটি যথেষ্ট।

রঙ ও লভ্যতা

ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখে ফোনগুলো বেশ কয়েকটি রঙে আনা হয়েছে। এইচএমডি ১০১ পাওয়া যাবে নীল, ধূসর ও টিল (Teal) রঙে। অন্যদিকে এইচএমডি ১০০ কেনা যাবে ধূসর, টিল ও লাল রঙে। এইচএমডির নিজস্ব অনলাইন স্টোর ছাড়াও জনপ্রিয় ই-কমার্স সাইট এবং বড় রিটেইল শোরুমগুলো থেকে এই ফোন দুটি সংগ্রহ করা যাবে।

আরও পড়ুন: ফিচার ফোনে টাইপ সি পোর্ট

ব্যবহারবান্ধব (User Friendly) হওয়ায় এবং দাম নাগালে থাকায় বাড়ির বয়স্ক সদস্য কিংবা অতিরিক্ত ফোন হিসেবে ব্যবহারের জন্য এইচএমডির এই ফিচার ফোনগুলো একটি চমৎকার পছন্দ হতে পারে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর