শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফোনে কোন প্রসেসর ভালো? 

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪২ পিএম

শেয়ার করুন:

ফোনে কোন প্রসেসর ভালো? 
ফোনের জন্য কোন প্রসেসর ভালো?

স্মার্টফোন কেনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এর প্রসেসর বা 'চিপসেট'। ফোনের গতি, গেমিং পারফরম্যান্স, ব্যাটারি ব্যাকআপ এবং ক্যামেরার মান কেমন হবে— তার সবকিছুই নির্ভর করে এই প্রসেসরের ওপর। বর্তমান বাজারে কোন প্রসেসরটি আপনার জন্য ভালো হবে, তা নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন নিচে তুলে ধরা হলো-

ফোনের প্রসেসর নির্বাচন: আপনার প্রয়োজনে কোনটি সেরা?


বিজ্ঞাপন


একটি স্মার্টফোন কতটা দ্রুত কাজ করবে, তা নির্ধারণ করে এর প্রসেসর। সহজভাবে বলতে গেলে, প্রসেসর হলো ফোনের মস্তিষ্ক। বাজারে প্রধানত তিনটি কোম্পানি স্মার্টফোনের প্রসেসর তৈরি করে সবচেয়ে বেশি জনপ্রিয়: অ্যাপল (এ-সিরিজ), কোয়ালকম (স্ন্যাপড্রাগন) এবং মিডিয়াটেক (ডাইমেনসিটি)। আপনার ব্যবহারের ধরন অনুযায়ী প্রসেসরের মান ও ক্ষমতা ভিন্ন হতে পারে।

হাই-এন্ড বা ফ্ল্যাগশিপ প্রসেসর

যারা কোনো আপস ছাড়াই সেরা পারফরম্যান্স চান, তাদের জন্য ফ্ল্যাগশিপ প্রসেসর আদর্শ। বর্তমানে অ্যাপলের 'এ১৭ প্রো' বা 'এ১৮' চিপসেট আইফোনের জন্য সেরা। অন্যদিকে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য কোয়ালকমের 'স্ন্যাপড্রাগন ৮ জেন ৩' বা '৮ এলিট' এবং মিডিয়াটেকের 'ডাইমেনসিটি ৯৪০০' বর্তমান সময়ের সবচেয়ে শক্তিশালী প্রসেসর। এই প্রসেসরগুলো উচ্চমানের গেমিং, ৪-কে ভিডিও এডিটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) সংক্রান্ত কাজে অতুলনীয় গতি প্রদান করে।

hq720


বিজ্ঞাপন


মধ্যম সারির বা মিড-রেঞ্জ প্রসেসর

বাজেট এবং পারফরম্যান্সের মধ্যে ভারসাম্য বজায় রাখতে চাইলে মিড-রেঞ্জ প্রসেসরগুলো দারুণ কাজ করে। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭-সিরিজ (যেমন: স্ন্যাপড্রাগন ৭ জেন ৩) এবং মিডিয়াটেকের ডাইমেনসিটি ৮-সিরিজের (যেমন: ডাইমেনসিটি ৮৩০০) প্রসেসরগুলো বর্তমানে খুব জনপ্রিয়। দৈনন্দিন কাজ, মাল্টিটাস্কিং এবং মাঝারি মানের গেমিংয়ের জন্য এই প্রসেসরগুলো সেরা পছন্দ হতে পারে। এগুলো ব্যাটারি খরচ কমিয়ে দীর্ঘক্ষণ ফোন ব্যবহারের সুবিধা দেয়।

বাজেট প্রসেসর ও সাধারণ ব্যবহার

সাশ্রয়ী মূল্যের ফোনে সাধারণত স্ন্যাপড্রাগন ৪-সিরিজ বা মিডিয়াটেকের হেলিও এবং নিচু সারির ডাইমেনসিটি চিপসেট ব্যবহার করা হয়। যারা মূলত ফেসবুকিং, ইউটিউব দেখা বা কথা বলার জন্য ফোন ব্যবহার করেন, তাদের জন্য এই প্রসেসরগুলো যথেষ্ট। তবে ভারী কোনো কাজ বা বড় গেম খেলার জন্য এই প্রসেসরগুলো খুব একটা কার্যকর নয়।

প্রসেসর যাচাইয়ের সহজ উপায়

প্রসেসর ভালো কি না তা বোঝার জন্য কেবল কোর (Core) সংখ্যা দেখলে চলবে না। খেয়াল করতে হবে এর 'ন্যানোমিটার' (nm) প্রযুক্তির ওপর। প্রসেসরের ন্যানোমিটার যত কম হবে (যেমন: ৪ ন্যানোমিটার বা ৩ ন্যানোমিটার), সেটি তত বেশি শক্তিশালী এবং ব্যাটারি সাশ্রয়ী হবে। এছাড়া প্রসেসরের ক্লক স্পিড (GHz) বেশি থাকলে ফোন দ্রুত কাজ করে।

আরও পড়ুন: বাজারে দেদারসে বিক্রি হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের নকল স্মার্টফোন

পরিশেষে, ফোন কেনার আগে আপনার প্রয়োজন চিহ্নিত করুন। যদি আপনি গেমার হন তবে স্ন্যাপড্রাগন ৮-সিরিজ বা ডাইমেনসিটি ৯-সিরিজ বেছে নিন। আর যদি সাধারণ ব্যবহারের জন্য ফোন চান, তবে ভালো মানের কোনো মিড-রেঞ্জ প্রসেসরই আপনার জন্য সেরা হবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর