শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্মার্টফোনে ডার্ক নাকি লাইট ওয়ালপেপার ব্যবহার করা ভালো?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:১৫ পিএম

শেয়ার করুন:

স্মার্টফোনে ডার্ক নাকি লাইট ওয়ালপেপার ব্যবহার করা ভালো?
সাধারণ ফটো ওয়ালপেপার কতটা নিরাপদ?

স্মার্টফোন ব্যবহার করার সময় আমরা সবচেয়ে বেশি যে জিনিসটির দিকে তাকাই, তা হলো ফোনের স্ক্রিন। স্ক্রিনে থাকা ওয়ালপেপার শুধু সৌন্দর্যই বাড়ায় না, অনেকের মনে প্রশ্নও জাগায়, ওয়ালপেপার বদলালে কি ফোনের ব্যাটারির ওপর কোনও প্রভাব পড়ে? বিষয়টি শুনতে সহজ মনে হলেও এর পেছনে রয়েছে স্ক্রিন প্রযুক্তি, গ্রাফিক্স প্রসেসিং, রঙের ব্যবহার ও অ্যানিমেশনের মতো নানা প্রযুক্তিগত দিক।

সাধারণ ফটো ওয়ালপেপার কতটা নিরাপদ


বিজ্ঞাপন


স্ট্যাটিক বা সাধারণ ফটো ওয়ালপেপার কেবল স্ক্রিনে দেখা যায়, এর মধ্যে কোনও নড়াচড়া বা অতিরিক্ত প্রসেসিং নেই। এই ধরনের ওয়ালপেপার গ্রাফিক্স প্রসেসরকে বারবার কাজ করতে বাধ্য করে না। ফলে ব্যাটারির ওপর এর প্রভাব খুবই সামান্য। এমন ওয়ালপেপার ব্যবহার করলে মূলত ব্যাটারি খরচ হয় স্ক্রিনের উজ্জ্বলতা এবং বিভিন্ন অ্যাপ ব্যবহারের কারণে, ওয়ালপেপারের জন্য নয়।

লাইভ ও অ্যানিমেটেড ওয়ালপেপারের প্রভাব

লাইভ বা অ্যানিমেটেড ওয়ালপেপার দেখতে আকর্ষণীয় হলেও ব্যাটারির জন্য এগুলো সবচেয়ে ক্ষতিকর। নড়াচড়া করা ব্যাকগ্রাউন্ড, থ্রি-ডি গ্রাফিক্স বা চলমান অ্যানিমেশনের ক্ষেত্রে স্ক্রিনে সবসময় ফ্রেম রেন্ডার হতে থাকে। এতে গ্রাফিক্স প্রসেসর ও সিপিইউ একসঙ্গে সক্রিয় থাকে এবং অনেক সময় সেন্সর ও র‍্যামের ব্যবহারও বেড়ে যায়। এর ফলে ব্যাটারি খরচ ১০ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বেশি হতে পারে, বিশেষ করে যেসব ফোনে ৯০ হার্টজ বা ১২০ হার্টজের মতো উচ্চ রিফ্রেশ রেট স্ক্রিন রয়েছে।

অ্যামোলেড স্ক্রিনে ডার্ক ওয়ালপেপারের সুবিধা


বিজ্ঞাপন


অ্যামোলেড বা ওলেড স্ক্রিন প্রযুক্তিতে প্রতিটি পিক্সেল নিজে থেকেই আলো দেয়। তাই স্ক্রিনে কালো রঙ দেখালে সেই পিক্সেল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং কোনও বিদ্যুৎ খরচ করে না। এর অর্থ হলো, কালো বা গাঢ় রঙের ওয়ালপেপার ব্যবহার করলে অনেক পিক্সেল বন্ধ থাকে এবং ফোনের বিদ্যুৎ খরচ কমে যায়। ফলে ব্যাটারি লাইফ চোখে পড়ার মতো উন্নত হয়।

এই কারণেই অ্যামোলেড ডিসপ্লে যুক্ত ফোনে ডার্ক মোড এবং কালো ওয়ালপেপারকে ব্যাটারি সাশ্রয়ী হিসেবে ধরা হয়। অন্যদিকে সাদা বা খুব উজ্জ্বল ওয়ালপেপার ব্যবহার করলে সব পিক্সেল পুরো শক্তিতে জ্বলে থাকে, যার ফলে ব্যাটারি দ্রুত খরচ হয়।

635200359806911187_4fd2e3da25

এলসিডি স্ক্রিনে ওয়ালপেপারের প্রভাব

এলসিডি স্ক্রিনে ওয়ালপেপারের রঙের প্রভাব প্রায় নেই বললেই চলে। এই ধরনের স্ক্রিনে একটি ব্যাকলাইট সবসময় জ্বলে থাকে। ফলে স্ক্রিনে কালো রঙ দেখানো হলেও ব্যাকলাইট বন্ধ হয় না। তাই কালো ওয়ালপেপার আর সাদা ওয়ালপেপারের মধ্যে ব্যাটারি খরচের পার্থক্য খুবই সামান্য। এলসিডি ফোন ব্যবহারকারীদের জন্য ওয়ালপেপারের কারণে ব্যাটারি নিয়ে দুশ্চিন্তা করার বিশেষ প্রয়োজন নেই।

হাই রেজোলিউশন ওয়ালপেপার কি সমস্যা করে?

খুব বড় সাইজের, উচ্চ রেজোলিউশনের বা ভারী গ্রেডিয়েন্টযুক্ত ওয়ালপেপার গ্রাফিক্স প্রসেসরের ওপর কিছুটা বাড়তি চাপ ফেলতে পারে। এই প্রভাব খুব বেশি না হলেও পুরোনো বা লো-এন্ড ফোনে সামান্য পার্থক্য অনুভূত হতে পারে।

আরও পড়ুন: ফোনে ওয়ালপেপার, থিম ইনস্টল করলে কি দ্রুত ব্যাটারি শেষ হয়?

সহজভাবে বলতে গেলে, মোবাইলের ওয়ালপেপার বদলালে ব্যাটারিতে প্রভাব পড়ে, তবে সেই প্রভাব নির্ভর করে ওয়ালপেপারের ধরন এবং স্ক্রিনের প্রযুক্তির ওপর। অ্যামোলেড স্ক্রিনে ডার্ক বা কালো ওয়ালপেপার ব্যাটারি বাঁচাতে সাহায্য করে, আর লাইভ বা অ্যানিমেটেড ওয়ালপেপার যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো। সঠিক ওয়ালপেপার বেছে নিলেই ফোন থাকবে সুন্দর, আবার ব্যাটারিও চলবে বেশি সময়।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর