শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রেডমি নোট ১৫ ফাইভ জি

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে রেডমি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:৫১ এএম

শেয়ার করুন:

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে রেডমি
রেডমি নোট ১৫ ফাইভ জি: ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে রেডমি।

ভারতীয় বাজারে নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন সিরিজ লঞ্চ করতে চলেছে রেডমি। সংস্থার আসন্ন রেডমি নোট ১৫ ফাইভ জি সিরিজ আগামী ৬ জানুয়ারি ২০২৬-এ ভারতে উন্মোচিত হতে পারে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। এই সিরিজে স্ট্যান্ডার্ড মডেলের পাশাপাশি রেডমি নোট ১৫ প্রো এবং রেডমি নোট ১৫ প্রো প্লাস মডেলও বাজারে আসার সম্ভাবনা রয়েছে। ফোনটি ইতিমধ্যেই চীনের বাজারে লঞ্চ হয়েছে এবং ভারতীয় ভ্যারিয়েন্টে কিছু হার্ডওয়্যার পরিবর্তন দেখা যেতে পারে।

সম্ভাব্য দাম ও ডিজাইন


বিজ্ঞাপন


রেডমি নোট ১৫ ফাইভ জি স্ট্যান্ডার্ড মডেলের দাম ২০ হাজার থেকে ২৫ হাজার রুপির মধ্যে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। কোম্পানির প্রকাশিত টিজারে ফোনটির স্লিম প্রোফাইল ও আধুনিক ডিজাইনের ঝলক দেখা গেছে। প্রিমিয়াম লুকের এই ফোনটি মিড-রেঞ্জ সেগমেন্টে আলাদা আকর্ষণ তৈরি করতে পারে।

ভারতীয় ভ্যারিয়েন্টের সম্ভাব্য ফিচার

চীনে লঞ্চ হওয়া মডেলের তুলনায় ভারতীয় সংস্করণে সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে ক্যামেরা বিভাগে। ফোনটিতে থাকতে পারে ৬.৭৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। প্রসেসর হিসেবে ব্যবহার করা হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ৩।

ক্যামেরার ক্ষেত্রে রেডমি নোট ১৫ ফাইভ জি-তে ১০৮ মেগাপিক্সেলের প্রধান সেন্সর দেওয়া হতে পারে, যেখানে চীনা মডেলে ছিল ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাটারি হিসেবে থাকতে পারে ৫,৫২০ এমএএইচ ক্ষমতার সেল, যার সঙ্গে মিলবে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। সফটওয়্যার হিসেবে ফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইপার ওএস ২-এ চলবে বলে জানা যাচ্ছে।


বিজ্ঞাপন


Redmi-15-5G-Green

এই ফোনের কিছু ফিচার আগের রেডমি নোট ১৪ সিরিজের সঙ্গে মিল থাকতে পারে। রেডমি নোট ১৪-এ ছিল ১০৮ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা এবং ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

বাজেট সেগমেন্টে রেডমি ১৫ সি

অন্যদিকে রেডমি বাজেট সেগমেন্টেও নতুন ফোন এনেছে। গত ৩ ডিসেম্বর লঞ্চ হওয়া রেডমি ১৫ সি মডেলটি রেডমি ১৪ সি-এর উত্তরসূরি হিসেবে বাজারে এসেছে। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ ফাইভ জি প্রসেসর, সর্বোচ্চ ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ১২৮ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ। এছাড়া ফোনটিতে ৬.৯ ইঞ্চির ডট ড্রপ ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: স্যামসাং গ্যালাক্সি এস২৬ ফোনের চমক থাকছে দামে

চূড়ান্ত মূল্যায়ন

রেডমি নোট ১৫ ফাইভ জি সিরিজ মিড-রেঞ্জ স্মার্টফোন বাজারে ক্যামেরা ও পারফরম্যান্সের নতুন মানদণ্ড তৈরি করতে চলেছে। বিশেষ করে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও স্লিম ডিজাইনের কারণে ২৫,০০০ রুপির নীচে এটি অন্যতম সেরা বিকল্প হয়ে উঠতে পারে। ৬ জানুয়ারির লঞ্চ ইভেন্টের দিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা প্রযুক্তি দুনিয়া।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর