শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্যামসাং গ্যালাক্সি এস২৬ ফোনের চমক থাকছে দামে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ এএম

শেয়ার করুন:

স্যামসাং গ্যালাক্সি এস২৬ ফোনের চমক থাকছে দামে

স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের জন্য প্রস্তুতি শুরু হয়েছে। কোরিয়ান মিডিয়া দ্যা ইলেকের নতুন রিপোর্ট অনুযায়ী, স্যামসাং চুপিচুপি ক্যামেরা আপগ্রেডের পরিকল্পনা সীমিত করেছে যাতে দাম গ্যালাক্সি এস২৫-এর মতোই রাখা যায়। কম্পোনেন্টের দাম বেড়ে যাওয়ায় নতুন সেন্সরের বদলে গ্যালাক্সি এস২৫-এর মতোই ক্যামেরা সেটআপ ব্যবহার করা হবে। ফলে যারা হার্ডওয়্যারে বড় চমক আশা করছিলেন, তারা কিছুটা হতাশ হতে পারেন। তবে যারা দাম বাড়বে ভেবে চিন্তায় ছিলেন, তাদের জন্য এটি সুখবর।

ক্যামেরা সেটআপ ও সফটওয়্যার আপগ্রেড


বিজ্ঞাপন


স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের সম্ভাব্য ক্যামেরা সেটআপে থাকবে প্রাইমারি পঞ্চাশ মেগাপিক্সেল, আলট্রা-ওয়াইড বারো মেগাপিক্সেল, টেলিফটো তিন গুণ অপটিক্যাল দশ মেগাপিক্সেল এবং সেলফি বারো মেগাপিক্সেল। ক্যামেরায় বড় উন্নতি আসছে না, তবে সফটওয়্যার ও নতুন এক্সিনোস ২৬০০ মডেলের চিপসেটের মাধ্যমে ছবির মান উন্নত করা হবে।

ভারতে গ্যালাক্সি এস২৫ সিরিজের দাম ছিল এমন গ্যালাক্সি এস২৫ এক লাখ আট হাজার নয়শো নয় রুপি, গ্যালাক্সি এস২৫ প্লাস নয় লাখ নব্বই হাজার নয়শো নয় রুপি এবং গ্যালাক্সি এস২৫ আলট্রা এক লাখ তেইশ হাজার নয়শো নয় রুপি। স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজও প্রায় একই দামে আসতে পারে বলে গুঞ্জন রয়েছে। অ্যাপল যেভাবে আইফোন সতেরোতে স্টোরেজ ও ডিসপ্লে আপগ্রেড করেও দাম বাড়ায়নি, স্যামসাং সেই প্রতিযোগিতার চাপে এই পথ বেছে নিয়েছে।

samsung-s26-ultra

লঞ্চের সময়সূচি ও আনুষাঙ্গিক


বিজ্ঞাপন


প্রথম পরিকল্পনা জানুয়ারিতে লঞ্চের হলেও, শেষ মুহূর্তের পরিবর্তনের কারণে এখন গ্লোবাল লঞ্চিং ফেব্রুয়ারি ২০২৬-এ হওয়ার সম্ভাবনা বেশি। তবে কিছু সূত্র বলছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে অফিসিয়াল তারিখ ঘোষণা হতে পারে। ক্যামেরায় বড় আপগ্রেড না থাকলেও স্যামসাং আনুষাঙ্গিকে পুরোদমে শক্তিশালী করছে। সব অফিশিয়াল কেসে থাকবে বিল্ট-ইন ম্যাগনেট কিউআই২ সাপোর্টসহ। ম্যাগনেটিক সিলিকন, কার্বন এবং ক্লিয়ার কেসের বড় লাইনআপ থাকবে। নতুন পঁচিশ ওয়াট ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জার এবং পাঁচ হাজার মিলি অ্যাম্পিয়ার ওয়াটের ম্যাগনেটিক ওয়্যারলেস ব্যাটারি প্যাক থাকবে। এস২৬ আলট্রা মডেলে পঁচিশ ওয়াট ওয়্যারলেস চার্জিং, বাকি মডেলে প্রায় বিশ ওয়াট চার্জিং। সব মডেলেই অ্যান্টি-রিফ্লেক্টিভ স্ক্রিন প্রোটেক্টর থাকবে এবং আলট্রা মডেলে গরিলা আর্মার গ্লাস যুক্ত থাকবে। এস পেন শুধুমাত্র আলট্রা মডেলের জন্য থাকবে।

আরও পড়ুন: ওয়ানপ্লাসের নতুন এই ফোনে পাবেন ডিএসএলআর মানের ক্যামেরা

স্যামসাং-এর ২০২৬ স্ট্র্যাটেজি

পরিশেষে বলা যায়, স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজ কোনো বিপ্লব নয়, বরং একটি স্থিতিশীল আপডেট। ক্যামেরায় বড় লাফ না দিয়ে দাম একই রাখা এবং কিউআই২ ইকোসিস্টেমে জোর দেওয়া এই সিরিজের মূল পরিকল্পনা। যারা প্রতি বছর হাজার হাজার রুপি বেশি দিয়ে ছোট আপগ্রেড নিতে চান না, তাদের জন্য স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজ সত্যিই আকর্ষণীয় হতে পারে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর