শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ওয়ানপ্লাসের নতুন এই ফোনে পাবেন ডিএসএলআর মানের ক্যামেরা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:২০ পিএম

শেয়ার করুন:

ওয়ানপ্লাসের নতুন এই ফোনে পাবেন ডিএসএলআর মানের ক্যামেরা
ওয়ানপ্লাসের নতুন এই ফোনে পাবেন ডিএসএলআর মানের ক্যামেরা

ওয়ানপ্লাস নিশ্চিত করেছে যে তাদের প্রিমিয়াম মধ্যম-মানের স্মার্টফোন ওয়ানপ্লাস ১৫আর এসি এডিশন ভারতে লঞ্চ হবে ১৭ ডিসেম্বর ২০২৫-এ। একই দিনে বাজারে আসবে স্ট্যান্ডার্ড ওয়ানপ্লাস ১৫আর এবং ওয়ানপ্লাস প্যাড গোট্যাবলেটফোনটি পাওয়া যাবে অ্যামাজন ইন্ডিয়া ও ওয়ানপ্লাসের অফিসিয়াল ওয়েবসাইটে। কোম্পানি জানিয়েছে, এটি উচ্চ-ক্ষমতার প্রিমিয়াম ক্যাটাগরির ডিভাইস হিসেবে বাজারে আসছে।


বিজ্ঞাপন


তিনটি আকর্ষণীয় রঙ

ওয়ানপ্লাস ১৫আর এসি এডিশন তিনটি রঙে পাওয়া যাবে ইলেকট্রিক ভায়োলেট, চারকোল ব্ল্যাক এবং মিন্ট সবুজ। এর মধ্যে ইলেকট্রিক ভায়োলেট বিশেষ সংস্করণ হিসেবে বাজারে আসছে। এই ভ্যারিয়েন্টে ব্যাক প্যানেলে ফাইবারগ্লাস-জাতীয় প্রিমিয়াম ফিনিশ এবং আলাদা এস ব্র্যান্ডিং থাকবে, যা এটিকে বাকি মডেল থেকে বিশেষভাবে আলাদা করে তুলবে

ফিচারে কোনো আপোস নেই

ফোনটির বৈশিষ্ট্য স্ট্যান্ডার্ড ওয়ানপ্লাস ১৫আর-এর মতোই। এতে রয়েছে ৬.৭ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ হার ১৬৫ হার্টজ। স্ক্রিনের সর্বোচ্চ উজ্জ্বলতা ১,৮০০ নিটস হওয়ায় রোদের আলোতেও স্ক্রিন স্পষ্ট দেখা যাবে। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ প্রসেসরে চলবে, যা গেমিং, মাল্টিটাস্কিং ও ভারী অ্যাপ ব্যবহারে ফ্ল্যাগশিপ মানের অভিজ্ঞতা দেবে।


বিজ্ঞাপন


এছাড়া এতে রয়েছে জিটু ওয়াই-ফাই চিপ এবং পৃথক টাচ প্রতিক্রিয়া চিপ, যার ফলে নেটওয়ার্ক গতি ও স্ক্রিনের স্পর্শ প্রতিক্রিয়া আরও দ্রুত হবে।

OnePlus-15R-highlights

ডিএসএলআর মানের ক্যামেরা অভিজ্ঞতা

ওয়ানপ্লাস ১৫আর এসি এডিশনে ব্যবহার করা হয়েছে কোম্পানির নতুন ডিটেইলম্যাক্স ইঞ্জিন নামের উন্নত চিত্রপ্রযুক্তি। এর ফলে ছবি হবে আরও স্পষ্ট, বিস্তারিত ও তীক্ষ্ণ। ফোনটিতে আল্ট্রা ক্লিয়ার মোড, ক্লিয়ার বার্স্ট এবং উন্নত রাতের ছবি তোলার মোড যুক্ত করা হয়েছে। কোম্পানির দাবি, এই প্রযুক্তি ডিএসএলআর ক্যামেরার মতো উচ্চমানের ছবির অভিজ্ঞতা দিতে সক্ষম

চীনের ফোন, ভারতের জন্য বিশেষ সাজ

ফোনটি মূলত চীনে লঞ্চ হওয়া ওয়ানপ্লাস এস ৬টি মডেলের পুনঃব্র্যান্ডেড সংস্করণ। তবে ভারতীয় বাজারের রুচি মাথায় রেখে নকশাফিনিশে বিশেষ কাস্টমাইজেশন করা হয়েছে

আরও পড়ুন: ফোনে ওয়ালপেপার, থিম ইনস্টল করলে কি দ্রুত ব্যাটারি শেষ হয়?

লঞ্চের অপেক্ষায় টেকপ্রেমীরা

১৭ ডিসেম্বর ওয়ানপ্লাসের জন্য বড় দিন হতে চলেছে। যারা প্রিমিয়াম লুক, শক্তিশালী পারফরম্যান্স এবং আলাদা ডিজাইনের ফোন চান, তাদের জন্য ওয়ানপ্লাস ১৫আর এসি এডিশন হতে পারে আদর্শ একটি বিকল্প। লঞ্চের দিন দাম ও আগাম অর্ডার সংক্রান্ত তথ্য প্রকাশ করবে কোম্পানি। তাই টেকপ্রেমীদের নজর এখন ওয়ানপ্লাসের নতুন এই ফোনটির দিকে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর