বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্যামসাং গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড: প্রথমবারের মতো ৩ ভাঁজ করা ফোন এলো

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:০০ পিএম

শেয়ার করুন:

স্যামসাং গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড: প্রথমবারের মতো ৩ ভাঁজ করা ফোন এলো
স্যামসাং গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড: প্রথমবারের মতো ৩ ভাঁজ করা ফোন বাজারে এলো।

স্যামসাং আনলো তাদের প্রথম ট্রাইফোল্ড স্মার্টফোন গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড। বহু প্রতীক্ষিত এই ডিভাইসটি ইতিমধ্যেই বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ বাজারে প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত হয়েছে।

চীনে প্রি-অর্ডার শুরু, দামও ঘোষণা


বিজ্ঞাপন


চীনের অনলাইন স্টোরে ফোনটির প্রি-অর্ডার শুরু হয়েছে। এখানে গ্যালাক্সি জেড ট্রাইফোল্ডের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে হুয়াই মেট এক্সটি। চীনে ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৯৯৯ ইয়ান। অন্যদিকে ১৬ জিবি র‍্যাম ও ১ টিবি স্টোরেজ সংস্করণের দাম রাখা হয়েছে ২১ হাজার ৯৯৯ ইয়ান।

Galaxy_Z_TriFold_1761635804168_1761635804361

আরও পড়ুন: ফোনের প্যাটার্ন-পিন ভুলে গেছেন? কয়েক মিনিটেই আনলক করার সহজ উপায়

আর কোন কোন দেশে পাওয়া যাচ্ছে?


বিজ্ঞাপন


চীন ছাড়াও দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরশাহী এবং যুক্তরাষ্ট্রে ১২ ডিসেম্বর থেকে প্রি-অর্ডার শুরু হয়েছে। আগামী সপ্তাহ থেকেই এসব দেশে ফোনটি বাজারে পাওয়া যাবে।

Samsung-Unveils-Galaxy-Z-TriFold-Worlds-First-Triple-Fold-Smartphone-Launches-at-2440

যুক্তরাজ্য বাদ, ভারতের সম্ভাবনা কবে?

এই তালিকায় যুক্তরাজ্যকে রাখা হয়নি। ধারণা করা হচ্ছে, আগামী বছর থেকেই সেখানে ফোনটি উপলভ্য হবে। ভারতের ক্ষেত্রে এখনো সরকারি ঘোষণা আসেনি, তবে বাজার-প্রবণতা দেখে ধারণা করা যাচ্ছে ২০২৫ সালের শুরুতেই সেখানে প্রি-অর্ডার চালু হতে পারে।  বাংলাদেশে এই ফোনটি আসবে কিনা তা এখনো জানা যায়নি। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর