বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার এই ফোন ডিসকাউন্টে কিনতে পারবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ এএম

শেয়ার করুন:

৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার এই ফোন ডিসকাউন্টে কিনতে পারবেন
৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার এই ফোন ডিসকাউন্টে কিনতে পারবেন।

যারা দুর্দান্ত ব্যাটারি, চমৎকার সেলফি ক্যামেরা এবং দ্রুত চার্জিং প্রযুক্তির স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Vivo Y400 Pro এখন সেরা পছন্দ হয়ে উঠেছে। অ্যামাজন ভারতের অনলাইন বিক্রয় প্ল্যাটফর্মে এই ফোনে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সরাসরি ২ হাজার রুপির মূল্যছাড় পাওয়া যাচ্ছে। সঙ্গে রয়েছে কার্ড সুবিধায় সর্বোচ্চ ১ হাজার ৩৯৯ রুপি পর্যন্ত নগদ ফেরত পাওয়ার সুযোগ। পুরোনো ফোন বদল করলে অতিরিক্ত ছাড়ও মিলবে, যা নির্ভর করবে পুরোনো ডিভাইসের ব্র্যান্ড, অবস্থা এবং কোম্পানির বদল নীতির উপর।

ডিসপ্লে ও কর্মক্ষমতায় সত্যিকারের প্রো


বিজ্ঞাপন


Y400 Pro স্মার্টফোনে রয়েছে ৬ দশমিক ৭৭ ইঞ্চি পূর্ণ উচ্চগুণমানের অ্যামোলেড পর্দা, যার নবায়ন হার ১২০ হার্টজ এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ৪ হাজার ৫০০ নিটস। রোদেও পর্দা স্পষ্ট দেখা যাবে। ডিভাইসটিতে রয়েছে ৮ গিগাবাইট এলপিডিডিআর ৪ এক্স র‍্যাম এবং ২৫৬ গিগাবাইট ইউএফএস ২ দশমিক ২ সংরক্ষণ ব্যবস্থা। কর্মক্ষমতার দায়িত্বে আছে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর, যা দিয়ে গেম খেলা থেকে মাল্টিটাস্কিং—সবই হবে দ্রুত ও নির্বিঘ্ন।

ক্যামেরা যা মন জয় করবে

পেছনে রয়েছে দ্বৈত ক্যামেরা ব্যবস্থা ৫০ মেগাপিক্সেল মূল সেন্সর (চিত্র স্থিরকরণ প্রযুক্তিসহ) এবং ২ মেগাপিক্সেল গভীরতা সেন্সর। অল্প আলোতেও ছবি হবে স্থির, উজ্জ্বল ও বিস্তারিত। আর সেলফিপ্রেমীদের জন্য সামনে দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা, যা দিন-রাত সমানভাবে পরিষ্কার ছবি তুলতে পারে।

1750067305-4386


বিজ্ঞাপন


ব্যাটারি ও চার্জিং

স্মার্টফোনটিতে রয়েছে শক্তিশালী ৫ হাজার ৫০০ এমএএইচ ব্যাটারি। কোম্পানির দাবি, ৯০ ওয়াট অতিদ্রুত চার্জিংয়ের সাহায্যে মাত্র ১৯ মিনিটেই ব্যাটারি ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায়। সারাদিন ব্যবহারে ব্যাটারি নিয়ে কোনো চিন্তা থাকবে না।

সফটওয়্যার ও নিরাপত্তা

ডিভাইসটিতে রয়েছে সর্বশেষ অ্যানড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫। নিরাপদ আনলকের জন্য রয়েছে পর্দার নিচে আঙুলের ছাপ শনাক্তকরণ ব্যবস্থা।

রঙের বিকল্প

ফোনটি পাওয়া যাচ্ছে তিনটি আকর্ষণীয় রঙে—ফ্রিস্টাইল সাদা, উৎসব সোনালি এবং নীহারিকা বেগুনি।

আরও পড়ুন: লাভার এই কম দামের ফোনে পাবেন ভেপার চেম্বার কুলিং প্রযুক্তি

এই মুহূর্তে যদি মধ্যম বাজেটে একটি ক্যামেরা-কেন্দ্রিক, দ্রুত চার্জিং সুবিধাযুক্ত এবং প্রিমিয়াম ডিজাইনের স্মার্টফোন খুঁজে থাকেন, তবে Vivo Y400 Pro–এর এই ছাড়ের সুযোগ হাতছাড়া করবেন না। ৩১ ডিসেম্বরের আগেই অর্ডার করে ফেলুন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর