বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লাভার এই কম দামের ফোনে পাবেন ভেপার চেম্বার কুলিং প্রযুক্তি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫ এএম

শেয়ার করুন:

লাভার এই কম দামের ফোনে পাবেন ভেপার চেম্বার কুলিং প্রযুক্তি
লাভার এই কম দামের ফোনে পাবেন ভেপার চেম্বার কুলিং প্রযুক্তি

ভারতের স্মার্টফোন ব্র্যান্ড লাভা মঙ্গলবার লঞ্চ করল তাদের নতুন প্লে সিরিজের ফোন লাভা প্লে ম্যাক্স ৫জি। গেমিং, মাল্টিটাস্কিং ও দীর্ঘ ব্যাটারি লাইফের দিকে বিশেষ নজর দিয়ে তৈরি এই ফোনে রয়েছে ভেপার চেম্বার কুলিং সিস্টেম এবং শক্তিশালী মিডিয়াটেক ডায়মেনসিটি ৭৩০০ মডেলের প্রসেসর।

দাম ও ভ্যারিয়েন্ট


বিজ্ঞাপন


ভারতের বাজারে ৬ জিবি র‌াম ও ১২৮ জিবি স্টোরেজে ভার্সনের দাম ১২ হাজার ৯৯৯ রুপি। ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভার্সনের দাম ১৪ হাজার ৯৯৯ রুপি। 

আরও পড়ুন: পোকো সি৮৫: এই ফোনে টানা একদিন ভিডিও দেখা যাবে

ডেকান ব্ল্যাক এবং হিমালয়ান হোয়াইট এই দুইটি দুটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে হ্যান্ডসেটটি। 
   
ডিসপ্লে ও পারফরম্যান্স

লাভা প্লে ম্যাক্স ৫ জি মডেলের ফোনে রয়েছে ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলিড ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেটসহ। প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে ৪এনএম ফেব্রিকেশনের মিডিয়াটেক ডায়মেনসিটি ৭৩০০ চিপসেট। র‍্যাম ৮ জিবি এলপিডিডিআর৪এক্স এবং স্টোরেজ ইউএফএস ৩.১। ভার্চুয়াল র‍্যাম ফিচারের সাহায্যে র‍্যাম আরও ৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। মাইক্রো এসডি কার্ডে স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত এক্সপ্যান্ড করা যায়।


বিজ্ঞাপন


Lava-Play-Max-

ক্যামেরা

পেছনে ৫০ মেগাপিক্সলের প্রধান ক্যামেরা ( ইআইএস সাপোর্টসহ) যা ৪কে ভিডিও ৩০এফপিএস-এ রেকর্ড করতে পারে। সামনে সেল্ফি ও ভিডিও কলের জন্য ৮ মেগাপিক্সল ক্যামেরা।

লম্বা গেমিং সেশনের জন্য ফোনে দেওয়া হয়েছে ভেপার চেম্বার কুলিং সিস্টেম। লাভার দাবি, BGMI, COD Mobile, Free Fire-এর মতো হেভি গেমসেও কোনো হিটিং বা ল্যাগ হবে না।

ফোনের ভিতরে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়া আইপি৫৪ রেটিং থাকায় ধুলা ও হালকা পানির ছিটা থেকে সুরক্ষিত। সর্বশেষ অ্যানড্রয়েড ১৫ প্রি-ইনস্টল করা আছে, যা এই দামের ব্যান্ডে খুবই বিরল।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর