সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

Poco-C85-5G

পোকো সি৮৫: এই ফোনে টানা একদিন ভিডিও দেখা যাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ এএম

শেয়ার করুন:

পোকো সি৮৫: এই ফোনে টানা একদিন ভিডিও দেখা যাবে
পোকো সি৮৫: এই ফোনে টানা একদিন ভিডিও দেখা যাবে

স্মার্টফোন বাজারে শিগগিরই আসছে নতুন বাজেট ফাইভজি স্মার্টফোন পোকো সি৮৫ ফাইভজি। প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে নিশ্চিত করা হয়েছে যে ফোনটি ডিসেম্বর ৯ তারিখে বাজারে আসবে। এটি বিক্রি হবে ফ্লিপকার্টে। ফোনটি পাওয়া যাবে তিনটি রঙে মিস্টিক পার্পেল, স্প্রিং গ্রীন এবং পাওয়ার ব্ল্যাক।


বিজ্ঞাপন


ডিসপ্লে

পোকো সি৮৫ ফাইভজি স্মার্টফোনটিতে থাকছে ৬.৯ ইঞ্চির বড় স্ক্রিন। বাজেট ফোনে এত বড় পর্দা সত্যিই নজরকাড়া। স্ক্রিনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যা গেম খেলা, ভিডিও দেখা বা সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করতে দেবে খুব মসৃণ অভিজ্ঞতা। এতে থাকবে এইচডি প্লাস রেজোল্যুশন এবং সর্বোচ্চ ৮১০ নিট উজ্জ্বলতা। ফলে রোদে বা উজ্জ্বল পরিবেশেও প্রদর্শন পরিষ্কার দেখা যাবে।

পোকোর দাবি অনুযায়ী স্ক্রিনটি টিএউভি সনদপ্রাপ্ত। এতে আছে কম নীল আলো নির্গমন, ফ্লিকারমুক্ত ডিসপ্লে এবং সার্কাডিয়ান মোড। অর্থাৎ দীর্ঘ সময় স্ক্রিন দেখলেও চোখের ওপর চাপ তুলনামূলকভাবে কম পড়বে।

ব্যাটারি ও চার্জিং


বিজ্ঞাপন


ফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। পোকোর তথ্য অনুযায়ী একবার চার্জে পাওয়া যাবে প্রায় ২৯ ঘণ্টা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, ১৬ ঘণ্টা ইন্সটাগ্রাম রিলস দেখা, ১০৬ ঘণ্টা গান শোনা এবং ২৩ ঘণ্টা হোয়াটসঅ্যাপ বার্তা আদানপ্রদান। ভিডিও দেখা যাবে একদিনের মতো

poco

চার্জিং সুবিধার ক্ষেত্রেও আছে দ্রুতগতির প্রযুক্তি। এতে রয়েছে ৩৩ ওয়াট তারযুক্ত দ্রুত চার্জিং এবং ১০ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা। ফলে প্রয়োজন হলে আপনি অন্য ডিভাইসও চার্জ দিতে পারবেন। প্রতিষ্ঠানটির দাবি মাত্র ২৮ মিনিটে ফোনটি ১ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে।

ক্যামেরা ও ছবির প্রযুক্তি

পোকো সি৮৫ ফাইভজি স্মার্টফোনটিতে রয়েছে দুটি পেছনের ক্যামেরা যার মূল ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেল কৃত্রিম বুদ্ধিমত্তা সমর্থিত। সামনে রয়েছে পানির ফোঁটা আকৃতির নচ ডিজাইন যেখানে সেলফি ক্যামেরা বসানো হয়েছে।

প্রসেসর ও সফটওয়্যার

এই ফোনে ব্যবহৃত হয়েছে অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর। এতে থাকছে দুটি আর্ম কর্টেক্স এ সেভেনটি সিক্স কোর এবং ছয়টি আর্ম কর্টেক্স এ ফিফটি ফাইভ কোর। প্রসেসরের সর্বোচ্চ গতি হবে ২ দশমিক ২০ গিগাহার্টজ। সফটওয়্যার হিসেবে থাকবে অ্যানড্রয়েড ১৬।

আরও পড়ুন: স্মার্টফোনে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে অপো

পোকো সি৮৫ ফাইভজি একটি বাজেটমূল্যের আধুনিক ফাইভজি স্মার্টফোন। বড় ডিসপ্লে, দ্রুত রিফ্রেশ রেট, বিশাল ব্যাটারি, দ্রুত চার্জিং সুবিধা, উন্নত ক্যামেরা এবং সক্ষম প্রসেসরের কারণে এটি যারা কম দামে একটি ভালো ফাইভজি ফোন খুঁজছেন তাদের জন্য আকর্ষণীয় একটি বিকল্প হতে পারে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর