শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইনস্টাগ্রামে নতুন ফিচার: রিল ওয়াচ হিস্ট্রি দেখা সহজ হলো

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫, ০৯:৫১ এএম

শেয়ার করুন:

ইনস্টাগ্রামে নতুন ফিচার: রিল ওয়াচ হিস্ট্রি দেখা সহজ হলো
ইনস্টাগ্রামে নতুন ফিচার: রিল ওয়াচ হিস্ট্রি দেখা সহজ হলো

ইনস্টাগ্রামে পছন্দের কোনো রিল পরে আবার দেখতে চাইলে এত দিন পর্যন্ত সেটি লাইক, সেভ বা শেয়ার করে রাখতে হত। কিন্তু এবার সেই ঝামেলা শেষ! ইনস্টাগ্রাম আনছে একদম নতুন ফিচার—Reel Watch History, যেখানে এক ক্লিকেই দেখা যাবে আগের সব রিল।

এই ফিচারের মাধ্যমে ইউজাররা সহজেই তাদের দেখা সমস্ত রিলের তালিকা দেখতে পারবেন। শুধু তাই নয়, রিলগুলোকে তারিখ অনুযায়ী সাজানো ও ফিল্টার করার সুযোগও থাকবে।


বিজ্ঞাপন


ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, ইউজাররা রিলগুলোকে ‘নতুন থেকে পুরনো’ বা ‘পুরনো থেকে নতুন’ তারিখ অনুযায়ী সাজাতে পারবেন। এমনকি নির্দিষ্ট নির্মাতাদের ভিডিও আলাদা করে ফিল্টার করাও যাবে, ফলে প্রিয় ক্রিয়েটরের রিল খুঁজে পাওয়া আরও সহজ হবে।

কীভাবে ব্যবহার করবেন Watch History ফিচারটি?

ইনস্টাগ্রাম প্রোফাইলে যান।

উপরের ডানদিকে থাকা থ্রি-ডট মেনুতে ট্যাপ করুন।


বিজ্ঞাপন


Settings → Your Activity → Watch History অপশনটি খুলুন।

সেখানেই দেখা যাবে, আপনি কোন কোন রিল দেখেছেন।

instagram

এই ফিচারটি ইনস্টাগ্রামের সর্বশেষ অ্যাপ আপডেটের অংশ হিসেবে যুক্ত হয়েছে এবং ধীরে ধীরে সব ইউজারের জন্য চালু হবে। ফিচারটি লাইক, সেভ ও কমেন্টের মতোই ইনস্টাগ্রামের মূল ইন্টারফেসের সঙ্গে একীভূতভাবে কাজ করবে।

আরও পড়ুন: সারাদিন ভিডিও দেখে সময় নষ্ট করছেন? ইউটিউবে এল ‘শর্টস টাইমার’ সেটিংস

বিশেষজ্ঞরা বলছেন, যারা নিয়মিত রিল দেখেন, তাদের জন্য এটি হবে অত্যন্ত কার্যকর একটি টুল—বিশেষ করে যখন কোনো পুরনো রিল আবার দেখতে চান, কিন্তু নাম মনে নেই।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর