রিল বা শর্টস দেখতে দেখতে কখন যে ঘণ্টা পেরিয়ে যায়, টেরই পাওয়া যায় না! এই ‘ডুমস্ক্রলিং’ অভ্যাস থেকে মুক্তি দিতেই ইউটিউব এনেছে নতুন ফিচার ইউটিউব শর্টস টাইমার (YouTube Shorts Timer)।
বিজ্ঞাপন
এই ফিচারের মাধ্যমে ইউজাররা শর্টস দেখার জন্য নির্দিষ্ট সময়সীমা ঠিক করে নিতে পারবেন—যেমন ১৫ মিনিট, ৩০ মিনিট বা ১ ঘণ্টা। সময়সীমা পূর্ণ হয়ে গেলে ইউটিউব একটি পপ-আপ মেসেজ দেখাবে, জানাবে যে ওই দিনের জন্য শর্টস ফিড বন্ধ হয়েছে। তবে চাইলে ইউজার চাইলে এই অ্যালার্ট ক্যানসেল করে দেখা চালিয়ে যেতে পারবেন।
অর্থাৎ, এটি কোনো বাধ্যতামূলক ব্যবস্থা নয় বরং স্ক্রিন টাইম নিয়ন্ত্রণে রাখার একটি সহায়ক ফিচার।

ইউটিউব জানিয়েছে, এই ফিচারটি বর্তমানে মোবাইল অ্যাপে চালু হচ্ছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাপী সব ইউজারের জন্য উন্মুক্ত হবে। প্রাথমিকভাবে এটি প্যারেন্টাল কন্ট্রোলের সঙ্গে যুক্ত নয়, তাই অভিভাবকরা এখনই সন্তানদের জন্য সময়সীমা নির্ধারণ করতে পারবেন না। তবে বছরের শেষ নাগাদ পারিবারিক অ্যাকাউন্টগুলোর জন্যও এই সুবিধা চালু হবে।
বিজ্ঞাপন
বিশেষজ্ঞদের মতে, শর্ট ভিডিওর অতিরিক্ত ব্যবহার মনোযোগহীনতা, উদ্বেগ এবং মানসিক চাপে প্রভাব ফেলে। এর আগেও ইউটিউব ‘টেক আ ব্রেক’ ও ‘বেডটাইম রিমাইন্ডার’ ফিচার চালু করেছিল, যা ইউজারদের নিয়মিত বিরতি নেওয়া ও ঘুমের আগে স্ক্রিন বন্ধ করার পরামর্শ দেয়।
আরও পড়ুন: ইন্টারনেট কি শেষের পথে?
এখন দেখা যাক—এই নতুন ‘শর্টস টাইমার’ ফিচার কি সত্যিই ইউজারদের স্ক্রিন টাইম কমাতে সাহায্য করতে পারে, নাকি সেটিও হবে আরেকটি ‘সোয়াইপ করে এগিয়ে যাওয়া’ নোটিফিকেশন।
এজেড

