শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এই প্রাইভেটকারগুলোর জনপ্রিয়তা সবচেয়ে বেশি

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫, ০১:১৪ পিএম

শেয়ার করুন:

এই প্রাইভেটকারগুলোর জনপ্রিয়তা সবচেয়ে বেশি

ভারতে ছোট প্রাইভেট গাড়ির জনপ্রিয়তা পুনরায় বেড়েছে। যদিও মাইক্রো ফ্যামিলি বা ক্ষুদ্র পরিবারের জন্য ছোট গাড়ি মানানসই হলেও, ভারতীয় ক্রেতারা সাধারণত বড় গাড়ি কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া বা দুঃসময়ে আত্মীয়দের পাশে থাকার কারণে বড় গাড়ির প্রতি আকর্ষণ বেশি থাকে।

একসময় মারুতি অল্টোর মতো ছোট গাড়ির বিক্রি কম ছিল। তখন ধারণা করা হয়েছিল, মানুষের বড় গাড়ির প্রতি আকর্ষণই এর প্রধান কারণ। সম্প্রতি মারুতি সুজুকির চেয়ারম্যান আর.সি. ভার্গব জানিয়েছেন যে, এন্ট্রি-লেভেল গাড়ির দাম বৃদ্ধি সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতা কমাচ্ছে। তবে জিএসটি হ্রাসের পর দেখা গেছে, ছোট গাড়ির প্রতি ক্রেতাদের আগ্রহ এখনও রয়েছে।


বিজ্ঞাপন


alto

দেশটিতে ছোট গাড়ির উপর জিএসটি ২৮% থেকে কমিয়ে ১৮% করা হয়েছে। এর ফলে এই সেগমেন্টে চাহিদা হঠাৎ বেড়ে গেছে। আগের মতো সীমিত ক্রেতাদের জন্য থাকা গাড়িগুলো এখন উৎসবের মৌসুমে ব্যাপকভাবে বিক্রি হচ্ছে। মাত্র চার সপ্তাহে মারুতি প্রায় ৪ লাখ বুকিং পেয়েছে, যার মধ্যে প্রায় ৮০ হাজার বুকিং এসেছে Alto K10, Espresso, Celerio এবং WagonR-এর জন্য।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে মারুতির বিক্রয় ও বিপণনের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার পার্থ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “শোরুমে প্রচুর হেলমেট মজুত দেখা যাচ্ছে – এটি ইঙ্গিত যে দুই চাকার মালিকরা এখন প্রথম চার চাকার গাড়ি কিনতে আসছেন। নতুন ক্রেতাদের আগমন ছোট গাড়ির বাজারকে পুনরুজ্জীবিত করছে।” তিনি আরও জানান, এন্ট্রি-লেভেল মডেলের খুচরো বিক্রয়ের অংশ GST ২.০-এর আগে ১৬.৭% থেকে বেড়ে ২২.২% হয়েছে।

আরও পড়ুন: এই প্রাইভেট কারগুলো সবচেয়ে মজবুত


বিজ্ঞাপন


ছোট গাড়ির চাহিদা কেবল মারুতির মধ্যেই সীমাবদ্ধ নয়। উৎসব মরশুমে টাটা মোটরসও বিক্রিতে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। টাটার প্রধান বাণিজ্যিক কর্মকর্তা অমিত কামাত বলেন, ‘আমাদের হ্যাচব্যাক গাড়ি Tiago এবং Altroz এই উৎসবের মৌসুমে বিগত বছরের তুলনায় ৪৫% বেশি বুকিং পেয়েছে। বুকিং ও ডেলিভারিতে উভয় ক্ষেত্রেই বৃদ্ধি স্পষ্ট।’

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর