প্রাইভেট কার ঠুনকো! সামান্য আঘাতেই দুমড়ে-মুচড়ে যায়। এমন অভিযোগ প্রায়ই শোনা যায়। তাই গাড়ি কেনার ক্ষেত্রে এটা কতটা মজবুত ও টেকসই তা খতিয়ে দেখা হয়। এই কাজে সহযোগিতা করে গ্লোবাল এনক্যাপ। এই প্রতিষ্ঠান গাড়ির সেফটি পরীক্ষা করে। সেফটি রেটিংয়ে বেশ কয়েকটি মডেলের প্রাইভেট কার এগিয়ে আছে। জানুন গাড়ি সম্পর্কে।
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য গাড়ি কোনগুলো?
বিজ্ঞাপন
টাটা সাফারি এবং হ্যারিয়ার
টাটা মোটরসের নেক্সন প্রথমবার দেখিয়েছিল নিরাপত্তা কেমন হওয়া উচিত। কিন্তু হ্যারিয়ার এবং সাফারি মডেলগুলোকে ক্র্যাশ পরীক্ষা করানো হয়নি। এবার ফেসলিফ্ট এসইউভি গুলিতে এই পরীক্ষা করানো হয়। তারা সর্বোচ্চ রেটিং পেয়েছে। গাড়ি দুইটি ল্যান্ড রোভারের ওমেগার্ক প্ল্যাটফর্মে নির্মিত।

হুন্দাই ভার্না
বিজ্ঞাপন
হুন্দাই ভার্না এই পরীক্ষায় দারুন ভালো ফল করেছে। বলা যায়, প্রায় কেউ আশাই করেননি গ্লোবাল এনক্যাপ ‘ক্র্যাশ টেস্ট’-এ এই গাড়িটি ফাইভ-স্টার রেটিং পেতে পারে। এটিই প্রথম গাড়ি যা সম্পূর্ণ ভাবে ভারতে তৈরি হয়েছে।
ভক্সওয়াগেন ভার্টুস, স্কোডা স্লাভিয়া
গ্লোবাল এনক্যাপোর ক্র্যাশ টেস্ট ভক্সওয়াগেনের ভার্টুস এবং স্কোডা স্লাভিয়া—এই দুইটি সেডানই ফাইভ-স্টার রেটিং পেয়েছে।
এই গাড়িগুলো তৈরি হয়েছে ভারতেই। এগুলো একিউবি এ০-ইন প্ল্যাটফর্ম শেয়ার করে৷
এজেড

