প্রযুক্তিগত দিক থেকে এই ওয়াইফাই রাউটার কি রাতে বন্ধ করে রাখা উচিত ? জানুন প্রযুক্তি বিশেষজ্ঞরা এই বিষয়ে কী বলছেন। ওয়াইফাই রাউটার সারা রাত চালিয়ে রাখলে কী হবে ?
রাতে ঘুমানোর সময় আপনিও অন্যদের মত ওয়াইফাই রাউটার চালিয়েই ঘুমিয়ে পড়েন। তবে মনে প্রশ্ন আসে যে এই রাউটার বন্ধ করলে কি বিদ্যুৎ খরচ কম হবে ?
বিজ্ঞাপন
প্রযুক্তিগত দিক থেকে এই ওয়াইফাই রাউটার কি রাতে বন্ধ করে রাখা উচিত ? জানুন প্রযুক্তি বিশেষজ্ঞরা এই বিষয়ে কী বলছেন।
সাধারণত একটি ওয়াইফাই রাউটারের বিদ্যুৎ খরচ খুবই কম। একটি রাউটার সাধারণত ৫ থেকে ২০ ওয়াটের হয়ে থাকে।
ফলে রাতে বন্ধ করে শুয়ে পড়ুন কিংবা চালিয়ে মাসের শেষে বিদ্যুতের বিলে সেভাবে বড় বদল কিছু চোখে পড়বে না আপনার।
আরও পড়ুন: ফোনের ব্যাটারি ফুলে গেলে কী করবেন?
বিজ্ঞাপন
একটি রাউটার যদি গড়ে ১০ ওয়াট বিদ্যুৎ খরচ করে, তাহলে ২৪ ঘণ্টা চললে এটিতে বিদ্যুৎ খরচ হবে ০.২৪ ইউনিট। অর্থাৎ মাসে ৭.২ ইউনিট। সাধারণ বিদ্যুতের খরচ অনুসারে মাসে একটি ১০ ওয়াটের রাউটার ২৪ ঘণ্টা করে চালানোর জন্য খরচ হবে ৩৬ টাকা।
আর রাতে ৮ ঘণ্টা করে বন্ধ রাখলে রাউটারের বিদ্যুতের খরচ প্রায় ২০-৩০ টাকা বেঁচে যাবে বলেই গণিতের হিসেবে বলা যায়।
তবে কারিগরি বিশেষজ্ঞদের মতে ওয়াইফাই রাউটার বারবার বন্ধ ও চালু করলে এর কার্যক্ষমতা নষ্ট হতে পারে।
অনেক সময় রাতের দিকেই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা গুরুত্বপূর্ণ আপডেট পাঠায়, যা রাউটার বন্ধ থাকলে মিস হতে পারে।
এজেড

