মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফোনের ব্যাটারি ফুলে গেলে কী করবেন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৫, ১১:৫৭ এএম

শেয়ার করুন:

ফোনের ব্যাটারি ফুলে গেলে কী করবেন?
ফোনের ব্যাটারি ফুলে গেলে কী করবেন?

ফোনের ব্যাটারি ফুলে গেলে তা সঙ্গে সঙ্গে বদলে নেওয়া জরুরি। আজকাল ফোনে থাকে লিথিয়াম আয়ন পলিমার ব্যাটারি। এই ব্যাটারিতে গ্যাস জমে যায় বলেই তা ফুলে যায়।
ফোনের ব্যাটারি ফুলে গেলে আগাম সতর্কতা জরুরি।

অনেক সময়েই দেখা যায় যে স্মার্টফোনের ব্যাটারির পেছন দিকটা ফুলে যায়, ফলে হাত দিয়ে অনুভব করলে সেখানে উঠে থাকতে বোঝা যায়।


বিজ্ঞাপন


এই ফোনের ব্যাটারি ফুলে গেলে ফোনের সমূহ ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে যায়। এতে ফোনের চেহারাই খারাপ হয় তা নয়, আপনারও অনেক বিপদের ঝুঁকি থেকে যায়।

ফোনের ব্যাটারি ফুলে গেলে তা সঙ্গে সঙ্গে বদলে নেওয়া জরুরি। আজকাল ফোনে থাকে লিথিয়াম আয়ন পলিমার ব্যাটারি।

電池鼓包-1024x530

ব্যাটারির ভিতরে পাতলা ধাতু, প্লাস্টিকের বেশ কয়েকটি স্তর থাকে রাসায়নিক আবরণ দিয়ে ভরা। অ্যালুমিনিয়াম ব্যাগে ইলেক্ট্রোলাইট জেলের সঙ্গে এই জিনিস রাখা হয়।


বিজ্ঞাপন


ভ্যাকুয়াম ভরে এই ব্যাগ সিল করা থাকে তাপ দিয়ে, যাতে বাইরে থেকে ভিতরে কোনও বাতাস না ঢুকতে পারে। এই জেল গ্যাসে পরিণত হয়ে গেলেই ব্যাটারি ফুলে ওঠে।

অতিরিক্ত চার্জিংয়ের ক্ষেত্রে ব্যাটারি ফুলে গেলে নজর দেওয়া জরুরি। অতিরিক্ত চার্জ দিলে এই ব্যাটারিতে বিস্ফোরণ ঘটতে পারে।

আরও পড়ুন: জানুন ফোনের ব্যাককভার কত দিন পরপর বদলাবেন

বাড়িতে নিজে নিজে অনেকেই ফুলে যাওয়া ব্যাটারি মেরামতের চেষ্টা করতে থাকেন যা অত্যন্ত বিপজ্জনক। এতে বিস্ফোরণের সম্ভাবনা থাকে।

ফোনের ব্যাটারি থেকে গ্যাস বের করার জন্য তাতে ফুটো করলে এতে ভয়ানক বিস্ফোরণের সম্ভাবনা থেকে যায়।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর