মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফোন দ্রুত গরম হচ্ছে? লিকুইড কুলিং প্রযুক্তির ফোন কিনুন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৭ এএম

শেয়ার করুন:

ফোন দ্রুত গরম হচ্ছে? লিকুইড কুলিং প্রযুক্তির ফোন কিনুন

দীর্ঘক্ষণ ব্যবহার করলে স্মার্টফোন গরম হয়ে যাওয়া খুব সাধারণ সমস্যা। বিশেষ করে গেম খেলা, দীর্ঘ সময় ভিডিও রেকর্ড করা বা ভারী এডিটিং করার সময় ফোন দ্রুত গরম হয়। এই সমস্যা দূর করতেই আধুনিক ফোনে যুক্ত হচ্ছে  লিকুইড কুলিং বা তরল-শীতলীকরণ প্রযুক্তি, যা ডিভাইসকে নিজে থেকেই ঠান্ডা রাখে।

স্মার্টফোন নির্মাতারা গরমের সমস্যা এড়াতে ফোনের ভেতরে বসাচ্ছেন বিশেষ পাইপ বা চেম্বার। তার মধ্যে রাখা হয় এক ধরনের তরল পদার্থ। ফোন গরম হলে ওই তরল দ্রুত বাষ্পে পরিণত হয়ে ঠান্ডা জায়গায় চলে যায় এবং সেখানেই আবার তরলে রূপান্তরিত হয়। এরপর ফের গরম জায়গায় গিয়ে বাষ্পে পরিণত হয়। এই চক্র অব্যাহতভাবে চলতে থাকে, ফলে ফোনের প্রসেসার ঠান্ডা থাকে।


বিজ্ঞাপন


cooling

প্রযুক্তিবিদরা জানান, স্যামসাং ও ওয়ান প্লাস এই ব্যবস্থা ব্যবহার করছে ‘বাষ্প চেম্বার শীতলীকরণ’ নামে। অন্যদিকে শিওমি ও রিয়েলমি একে ডাকে ‘তরল-শীতলীকরণ’ প্রযুক্তি।

আরও পড়ুন: কাচ, প্লাস্টিক, ধাতু নাকি ভেগান লেদার— কোন ব্যাক প্যানেলের ফোন ভালো?

এই প্রযুক্তি ব্যবহারের ফলে দীর্ঘ সময় ব্যবহারেও ফোন অতিরিক্ত গরম হবে না বলে দাবি করছে বিশেষজ্ঞরা।


বিজ্ঞাপন


এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর