মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কাচ, প্লাস্টিক, ধাতু নাকি ভেগান লেদার— কোন ব্যাক প্যানেলের ফোন ভালো?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৮ এএম

শেয়ার করুন:

কাচ, প্লাস্টিক, ধাতু নাকি ভেগান লেদার— কোন ব্যাক প্যানেলের ফোন ভালো?

অ্যাপল থেকে স্যামসাং কিংবা ভিভো—প্রায় সব সংস্থাই বর্তমানে স্মার্টফোনের পেছনের প্যানেল বা ব্যাক কভার তৈরি করছে কাচ দিয়ে। দেখতে আকর্ষণীয় হলেও এই কাচের প্যানেল ভীষণ নাজুক। একবার হাত থেকে পড়লেই ভেঙে চৌচির হওয়ার ঝুঁকি থাকে। আবার সেটি সারাতে খরচও হয় মোটা টাকা। তাই অনেক ব্যবহারকারীর প্রশ্ন—ব্যাক প্যানেল কি কাচ দিয়েই তৈরি করতে হবে?

কেন কাচের ব্যাক প্যানেল?


বিজ্ঞাপন


ফোন নির্মাতাদের মতে, কাচ ব্যবহারের দুটি বড় কারণ আছে—

স্মার্ট লুক: কাচ ফোনকে আরও প্রিমিয়াম ও আকর্ষণীয় করে তোলে।

তারবিহীন চার্জিং সুবিধা: কাচের ব্যাক প্যানেল থাকলেই সম্ভব হয় ওয়্যারলেস চার্জিং।

এ কারণেই ঝুঁকি জেনেও সংস্থাগুলো কাচ ব্যবহার করছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ডিসকাউন্টে কিনুন ভিভোর ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন

ধাতব ব্যাক প্যানেলের যুগ

প্রথম দিকে অনেক স্মার্টফোনের ব্যাক প্যানেল তৈরি হত ধাতু দিয়ে। তবে এতে কয়েকটি সমস্যা ছিল—

ফোন দ্রুত গরম হয়ে যেত।

নেটওয়ার্কে ব্যাঘাত ঘটত।

এই অসুবিধার কারণে এখন প্রায় সব সংস্থা ধাতব ব্যাক প্যানেলের ফোন তৈরি বন্ধ করে দিয়েছে।

hq720

প্লাস্টিকের ব্যাক প্যানেল

কাচের তুলনায় প্লাস্টিকের ব্যাক প্যানেল হালকা। ফলে ফোনের ওজন কম হয়, দামও তুলনামূলকভাবে সাশ্রয়ী হয়। তবে প্লাস্টিক ব্যাক প্যানেলের ফোনে ওয়্যারলেস চার্জিং সুবিধা পাওয়া যায় না।

ভেগান লেদার ব্যাক প্যানেল

সাম্প্রতিক সময়ে বাজারে জনপ্রিয় হয়েছে ভেগান লেদার ব্যাক প্যানেল।

দেখতে অনেকটা আসল চামড়ার মতো লাগে।

আসলে এটি বিশেষ প্রক্রিয়াজাত প্লাস্টিক।

বিশ্লেষকদের মতে, চেহারা ও স্টাইলের দিক থেকে এটি কাচের চেয়ে কোনও অংশে কম নয়।

maxresdefault

সংক্ষেপে বলা যায়—

কাচ: প্রিমিয়াম লুক ও ওয়্যারলেস চার্জিং, তবে ভঙ্গুর।

ধাতু: টেকসই, কিন্তু গরম হয় ও নেটওয়ার্ক সমস্যা।

প্লাস্টিক: হালকা ও সাশ্রয়ী, কিন্তু ওয়্যারলেস চার্জিং নেই।

ভেগান লেদার: দেখতে দারুণ, টেকসই, তবে আসল চামড়া নয়—প্লাস্টিকই।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর