শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গুগলের নতুন পিক্সেল ফোনে স্যাটেলাইট কলিং ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৩ এএম

শেয়ার করুন:

গুগলের নতুন পিক্সেল ফোনে স্যাটেলাইট কলিং ফিচার

চলতি বছরের ২৮ আগস্ট মাসে বাজারে আসছে পিক্সেল-১০ সিরিজের নতুন স্মার্টফোন। এতে থাকছে উপগ্রহভিত্তিক অডিও ও ভিডিও কলের সুবিধা। পাশাপাশি ব্যবহারকারীরা দিতে পারবেন এসওএস অ্যালার্ট এবং শেয়ার করতে পারবেন লোকেশন।

নতুন ফিচারের ঝলক


বিজ্ঞাপন


পিক্সেল-১০ সিরিজে যুক্ত হয়েছে—

কৃত্রিম উপগ্রহভিত্তিক অডিও ও ভিডিও কল

এসওএস অ্যালার্ট পাঠানোর সুবিধা

সরাসরি লোকেশন শেয়ারিং


বিজ্ঞাপন


ম্যাপস ও “ফাইন্ড মাই” অ্যাপে লাইভ লোকেশন

প্রযুক্তিবিদদের মতে, এ ধরনের ফিচারের কারণে মুঠোফোনের ব্যবহার ও সংজ্ঞায় বড় পরিবর্তন আনতে চলেছে গুগল।

গুগলের দাবি

গুগল জানিয়েছে, তাদের ফোন থেকেই প্রথমবারের মতো ব্যবহারকারীরা ইন্টারনেট বা সিমভিত্তিক নেটওয়ার্ক ছাড়াই হোয়াটসঅ্যাপে কল করতে পারবেন। শুধু জরুরি পরিস্থিতি নয়, এই সুবিধা থাকবে সব সময়ের জন্য।

qREAdqZSeCbSLctzD6DNpZ

বাস্তব উদাহরণ

সম্প্রতি গুগল তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, একটি পিক্সেল-১০ ফোনে হোয়াটসঅ্যাপ কল আসছে এবং ফোনটির স্ট্যাটাস বারে উপগ্রহের আইকন ভেসে উঠেছে।

আরও পড়ুন: ডিসকাউন্টে কিনুন ভিভোর ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন

যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত

গুগলের দাবি, পিক্সেল-১০ সিরিজ ধীরে ধীরে মূলধারার উপগ্রহভিত্তিক যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। এতে বিশেষ করে জরুরি পরিস্থিতিতে ব্যবহারকারীরা আরও নিরাপদ ও সংযুক্ত থাকবেন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর