মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডিসকাউন্টে কিনুন ভিভোর ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯ এএম

শেয়ার করুন:

ডিসকাউন্টে কিনুন ভিভোর ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন

প্রিমিয়াম স্মার্টফোনের তালিকায় থাকা ভিভো এক্স২০০ প্রো এবার পাওয়া যাচ্ছে দারুণ ছাড়ে। অ্যামাজন ইন্ডিয়াতে ফোনটির ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ধরা হয়েছে ৯৪ হাজার ৯৯৯ রুপিতে। তবে বর্তমানে ফ্ল্যাট ৭০০০ রুপি ছাড়ে এটি কেনা যাচ্ছে মাত্ ৮৭ হাজার ৯৯৯ রুপিতে। বিশেষ এই অফার চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।

এর পাশাপাশি রয়েছে সর্বোচ্চ ৪ হাজার ৭৪৯ রুপির ক্যাশব্যাক সুবিধা এবং এক্সচেঞ্জ অফারে সর্বোচ্চ ৪২ হাজার ৩৫০ রুপির বাড়তি সুবিধা। তবে এক্সচেঞ্জ বোনাস কতটা পাওয়া যাবে, তা নির্ভর করবে পুরনো ফোনের ব্র্যান্ড ও কন্ডিশনের উপর। সব মিলিয়ে অফারটি ফোনটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।


বিজ্ঞাপন


Vivo X200 Pro 5G: ডিসপ্লে ও পারফরম্যান্স

ফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে (২৮০০ x ১২৬০ পিক্সেল রেজোলিউশন) যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৪৫০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। রোদেও সহজে স্ক্রিন দেখা যায়।

এতে ব্যবহার করা হয়েছে ১৬ জিবি LPDDR5x র‍্যাম ও ৫১২ জিবি UFS 4.0 স্টোরেজ, যা মাল্টিটাস্কিং ও হাই-স্পিড গেমিংকে আরও মসৃণ করে। শক্তিশালী Dimensity 9400 প্রসেসর ফোনটিকে অন্য স্তরে উন্নীত করেছে।

দুর্দান্ত ক্যামেরা সেটআপ


বিজ্ঞাপন


ফোনটির পেছনে রয়েছে ত্রিমাত্রিক ক্যামেরা সিস্টেম —

৫০ মেগাপিক্সেলের মেইন সেন্সর

৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা

vivo

২০০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স

সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। ফলে এটি প্রিমিয়াম ক্যামেরা ফোন হিসেবেও আলাদা গুরুত্ব পাচ্ছে।

ব্যাটারি ও অন্যান্য ফিচার

৬০০০ এমএএইচ ব্যাটারিসহ ফোনটিতে রয়েছে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।
IP69 + IP68 ওয়াটারপ্রুফ রেটিং ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখে।
দুইটি রঙে পাওয়া যাবে — টাইটেনিয়াম গ্রে এবং কসমস ব্ল্যাক।

আরও পড়ুন: স্যামসাং গ্যালাক্সি এস২৪ মডেলের নতুন ভ্যারিয়েন্ট এলো

শক্তিশালী প্রসেসর, ২০০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা, বিশাল ব্যাটারি ও প্রিমিয়াম ডিজাইনের কারণে Vivo X200 Pro 5G ক্রেতাদের জন্য নিঃসন্দেহে একটি বড় সুযোগ। আর সেপ্টেম্বর ২১ পর্যন্ত দেওয়া ছাড় ও অফার এই ফোনটিকে আরও বেশি লোভনীয় করেছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর