কৃত্রিম বুদ্ধিমত্তা আজকের দিনে ঘোর বাস্তব। আর এই কৃত্রিম বুদ্ধিমত্তার যেকোনো মডেল বিনামূল্যে কিছুটা ব্যবহার করা যায়। এরপর পরিষেবার জন্য খরচ করতে হয়। যদিও গুগল জেমিনি নিয়ে অবশেষে জল্পনার অবসান হলো। গুগল তার নতুনতম কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জেমিনি ২.৫ প্রো-এর ব্যবহার সীমা নির্দিষ্ট করে দিয়েছে। এতদিন বিনামূল্যে কতবার বা কতক্ষণ এই পরিষেবা ব্যবহার করা যাবে, তা নিয়ে ধোঁয়াশা ছিল। এবার সেই সীমারেখা স্পষ্ট করে দিল গুগল।
আপনি যদি বিনামূল্যে গুগল জেমিনি ব্যবহার করেন, তাহলে এবার থেকে একটি নির্দিষ্ট সংখ্যার বাইরে আপনি এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারবেন না।
বিজ্ঞাপন
গুগলের নিয়ম
বার্তা: দিনে মাত্র ৫টির বেশি করা যাবে না।
ছবি: দিনে সর্বোচ্চ ১০০টি ছবি তৈরি বা সম্পাদনা করা যাবে।
গভীর গবেষণা প্রতিবেদন: মাসে সর্বোচ্চ ৫টি তৈরি করা যাবে।
বিজ্ঞাপন
পেইড পরিকল্পনা
যারা অর্থের বিনিময়ে প্ল্যান নেন, তাদের জন্য সুবিধা অনেক বেশি।
জেমিনি প্রো: প্রতিদিন ১০০টি বার্তার সুযোগ। এর জন্য ব্যবহারকারীদের প্রতি মাসে খরচ করতে হবে প্রায় ১ হাজার ৯৫০ টাকা।
আরও পড়ুন: চ্যাটজিপিটির কাছে এই ৫টি প্রশ্ন ভুলেও করবেন না
সবচেয়ে দামি প্ল্যান (আল্ট্রা): মাসে প্রায় ২৪ হাজার ৫০০ টাকার বিনিময়ে ব্যবহারকারীরা দিনে ৫০০টি বার্তা ও ২০০টি ‘গভীর গবেষণা’ প্রতিবেদন তৈরি করতে পারবেন।
তুলনা
প্রতিযোগী সংস্থা ওপেনএআই তাদের জিপিটি-৫ মডেলে প্রতি ৫ ঘণ্টায় ১০টি বার্তা বিনামূল্যে ব্যবহার করার সুযোগ দেয়। অর্থাৎ, গুগল জেমিনির বিনামূল্যের পরিষেবা এখনও তুলনায় সীমিত। তাই পরবর্তী বার্তা পাঠানোর আগে ব্যবহারকারীদের দুইবার ভাবতে হবে।
এজেড

