মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্যামসাং গ্যালাক্সি এস২৪ মডেলের নতুন ভ্যারিয়েন্ট এলো

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ এএম

শেয়ার করুন:

স্যামসাং গ্যালাক্সি এস২৪ মডেলের নতুন ভ্যারিয়েন্ট এলো

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজে নতুন ভ্যারিয়েন্ট যুক্ত করেছে। ভারতীয় বাজারে এবার লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২৪–এর শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ (৪ ন্যানোমিটার) প্রসেসর ভ্যারিয়েন্ট। উন্নত কর্মক্ষমতার পাশাপাশি এতে যুক্ত হয়েছে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার এবং আরও আপগ্রেডেড ক্যামেরা অভিজ্ঞতা। উৎসবের মরশুমে ফ্লিপকার্ট সেলে এই ফোন বিশেষ অফারে আরও সস্তায় কেনার সুযোগ পাওয়া যাবে।

কমপ্যাক্ট ডিজাইন ও দীর্ঘ সফটওয়্যার সাপোর্ট


বিজ্ঞাপন


নতুন ভ্যারিয়েন্টে রয়েছে ৬.২ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ২৬০০ নিটস উজ্জ্বলতা সাপোর্ট করে। ডিসপ্লে সুরক্ষার জন্য দেওয়া হয়েছে স্যামসাং নক্স। ফোনটি দেখতে যেমন প্রিমিয়াম, ব্যবহারেও তেমনই মসৃণ। দীর্ঘ সময় ধরে নিশ্চিন্তে ব্যবহার করা যাবে, কারণ স্যামসাং এই ডিভাইসে ৭ বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম আপডেট ও নিরাপত্তা আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

শক্তিশালী প্রসেসর ও উন্নত ক্যামেরা

স্যামসাং গ্যালাক্সি এস২৪-এর নতুন ভ্যারিয়েন্টে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। পিছনের প্যানেলে রয়েছে তিনটি ক্যামেরা – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল, ১২ মেগাপিক্সেল আল্ট্রা–ওয়াইড এবং ১০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরায় যুক্ত হয়েছে এআই জুম এবং উন্নত নাইটোগ্রাফি ফিচার, যা ফটোগ্রাফিকে আরও শক্তিশালী করেছে।

গ্যালাক্সি এআই সাপোর্ট


বিজ্ঞাপন


প্রিমিয়াম এই ডিভাইসে থাকছে গ্যালাক্সি এআই সাপোর্ট। এর ফলে ব্যবহারকারীরা পাবেন লাইভ অনুবাদ, ইন্টারপ্রিটার মোড, চ্যাট সহায়তা, নোট সহায়তা, জেমিনি লাইভ এবং এআই এডিটিং টুলস। স্মার্ট এআই ফিচারগুলো ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে একেবারে নতুন স্তরে নিয়ে যাবে।

ai2

ব্যাটারি ও চার্জিং

ফোনটিতে রয়েছে ৪০০০ এমএএইচ ব্যাটারি, যা দ্রুত চার্জিং সাপোর্ট করে। সহজেই একদিনের ব্যবহার ধরে রাখতে সক্ষম এই ব্যাটারি। ফলে ভারী ব্যবহারকারীরাও নিশ্চিন্তে ফোনটি ব্যবহার করতে পারবেন।

দাম ও অফার

স্যামসাং গ্যালাক্সি এস২৪–এর স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ভ্যারিয়েন্ট দুটি স্টোরেজ অপশনে পাওয়া যাবে—

৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৭৪,৯৯৯ রুপি।

৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৭৯,৯৯৯ রুপি।

আরও পড়ুন: স্লিম ডিজাইনের টেকসই ফোন ইনফিনিক্স হট ৬০ প্রো+

স্যামসাং-এর এই নতুন ভ্যারিয়েন্ট নিঃসন্দেহে প্রিমিয়াম সেগমেন্টে একটি বড় আপডেট হিসেবে বিবেচিত হবে। শক্তিশালী প্রসেসর, উন্নত ক্যামেরা, দীর্ঘ সফটওয়্যার সাপোর্ট এবং গ্যালাক্সি এআই ফিচারের কারণে স্যামসাং গ্যালাক্সি এস২৪ এই উৎসবের সিজনে ক্রেতাদের নজর কাড়তে প্রস্তুত।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর