শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কম্পিউটার স্লো হলে কুলিং ফ্যান পরিষ্কার করুন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫, ০৯:৪৭ এএম

শেয়ার করুন:

ল্যাপটপ/ডেস্কটপের ফ্যান পরিষ্কার করার সহজ ধাপ
কম্পিউটার বা ল্যাপটপের পারফরম্যান্স অনেকটাই নির্ভর করে এর কুলিং সিস্টেম কতটা পরিষ্কার আছে তার ওপর।

কম্পিউটার বা ল্যাপটপের পারফরম্যান্স অনেকটাই নির্ভর করে এর কুলিং সিস্টেম কতটা পরিষ্কার আছে তার উপর। ফ্যান যদি ধুলোয় ভরে যায়, তাহলে সিস্টেম অতিরিক্ত গরম হয়, স্লো হয়ে যায়, এমনকি হঠাৎ বন্ধও হয়ে যেতে পারে। অথচ, ফ্যান পরিষ্কার রাখলেই কম্পিউটার থাকবে ঠান্ডা, আর স্পিডও থাকবে ঠিকঠাক।

ল্যাপটপ/ডেস্কটপের ফ্যান পরিষ্কার করার সহজ ধাপ


বিজ্ঞাপন


কম্পিউটার শাট ডাউন করুন

পাওয়ার প্লাগ খুলে দিন, আর ল্যাপটপ হলে ব্যাটারি খুলে ফেলুন। এতে শক বা শর্ট সার্কিটের ঝুঁকি থাকবে না।

coling

কেস/ব্যাক প্যানেল খুলুন


বিজ্ঞাপন


একটি স্ক্রু ড্রাইভারের সাহায্যে আস্তে আস্তে কভার খুলুন।

ধুলা ঝাড়ুন

ছোট ব্রাশ ব্যবহার করে ফ্যানের ওপর জমে থাকা ধুলা পরিষ্কার করুন।

বেশি জোরে ঘষবেন না, এতে ব্লেড ভেঙে যেতে পারে।

fan

কম্প্রেসড এয়ার বা ব্লোয়ার ব্যবহার করুন

ফ্যানের ভেতরে আটকে থাকা সূক্ষ্ম ধুলো বের করতে কম্প্রেসড এয়ার সবচেয়ে ভালো।

মনে রাখবেন, ফ্যান স্প্রে করার সময় হাতে চেপে ধরে রাখবেন, যাতে অতিরিক্ত ঘুরে মোটর নষ্ট না হয়।

মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে নিন

সামান্য ভেজানো কাপড় ব্যবহার করে ফ্যানের চারপাশ মুছে নিন। কিন্তু বেশি ভেজাবেন না।

কেস আবার লাগিয়ে দিন

সব পরিষ্কার হয়ে গেলে কভার লাগিয়ে স্ক্রু শক্ত করে আটকে দিন।

fan2

উপকারিতা

কম্পিউটার দ্রুত গরম হবে না
অতিরিক্ত শব্দ কমে যাবে
সিস্টেমের গতি বাড়বে
মাদারবোর্ড ও ব্যাটারির আয়ু বাড়বে

আরও পড়ুন: নকিয়া আবারও ফিরল নতুন কিপ্যাড ফোন নিয়ে

নিয়মিত ৩-৪ মাস অন্তর ফ্যান পরিষ্কার করলে ল্যাপটপ বা পিসি দীর্ঘদিন ভালো পারফরম্যান্স দেবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর